scorecardresearch
 

East Bengal vs Mohun Bagan: মোহনবাগান ক্লাবের সামনে গালিগালাজ, নাক খত দিতে হল ইস্টবেঙ্গল সমর্থককে

মরশুমের প্রথম ডার্বি (Kolkata Derby) ম্যাচেই জয়, তাও আবার সাড়ে চার বছর পর। ফলে আবেগ বাঁধ মানছিল না ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের। সেই আবেগ যদি শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তবে তা অপরাধ। শনিবার যুবভারতিতে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হওয়ার পর, মোহনবাগান (Mohun Bagan Super Giant) ফুটবলারদের বাস লক্ষ্য করে নোংরা ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে এক ইস্টবেঙ্গল সমর্থককে। 

Advertisement
ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব

মরশুমের প্রথম ডার্বি (Kolkata Derby) ম্যাচেই জয়, তাও আবার সাড়ে চার বছর পর। ফলে আবেগ বাঁধ মানছিল না ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের। সেই আবেগ যদি শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তবে তা অপরাধ। শনিবার যুবভারতিতে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হওয়ার পর, মোহনবাগান (Mohun Bagan Super Giant) ফুটবলারদের বাস লক্ষ্য করে নোংরা ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে এক ইস্টবেঙ্গল সমর্থককে। 

শুধু তাই নয়, ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে একজন লাল-হলুদ সমর্থক মোহনবাগান ক্লাবের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। সেই সময়ই কিছু সবুজ-মেরুন সমর্থক তাঁকে ধরে ফেলেন। ধরা পড়ে নিজের ভুল স্বীকার করে নেন সেই লাল-হলুদ সমর্থক। পরে ওই লাল-হলুদ সমর্থককে নাক খত দিয়ে ছেড়ে দেওয়া হয়। একটি ফেসবুক পেজ থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেখানে ওই সমর্থক নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি মোহনবাগান ক্লাবকে গালাগালি দিয়েছিলেন। এই কাজটি তার করা একেবারেই উচিত হয়নি।
 
শাস্তিস্বরূপ মোহনবাগান সমর্থকেরা তাঁকে নাক খত দেওয়ায়। অবশেষে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওই জায়গায় চলে আসেন। গোটা ঘটনাটি শুনে তিনি ওই লাল-হলুদ সমর্থককে সরিয়ে নিয়ে যান। যাওয়ার আগে ওই ইস্টবেঙ্গল সমর্থক কেঁদেও ফেলেন।

এই দুই ভিডিও ভাইরাল হওয়ার পর নানা ধরনের কমেন্ট আসতে শুরু করে। এক ইস্টবেঙ্গল সমর্থক বলেন, ‘খেলাটা মাঠেই ভালোলাগে। মাঠের বাইরে নয়। ক্লাবকে গালিগালাজ দেওয়া বা ফুটবলারদের পরিবারকে খারাপ কথা বলা একেবারেই উচিত নয়। আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক। তবে এই ধরনের সংস্কৃতিকে সমর্থন করি না। এই ধরনের অসুস্থ ব্যক্তিরা যত কম মাঠে আসবে, ততই ভালো। ফুটবলের লড়াই চলুক, তবে শুধুই মাঠে। এই দুটো ক্লাবের লড়াই আজ পুরো বিশ্ব জানে। লাভ ইউ ইস্টবেঙ্গল। কিন্তু, আমি মোহনবাগানকে ঘৃণা করি না।' 
 

আরও পড়ুন

Advertisement

Advertisement