
Danielle Wyatt: নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন। আর তারপর থেকেই খবরে চর্চায়। এর আগে অবশ্য তিনি খবরে এসেছিলেন, যিনি বেশ কিছু বছর আগে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি কে প্রপোজ করেছিলেন। এমনকী কিছুদিন আগে ভারতীয় তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েও খবরে আসেন। তবে তিনি যে এমন ঘটনার জন্য এত দ্রুত ফের শিরোনামে আসবেন তা কল্পনাও করতে পারেননি কেউ।
আরও পড়ুনঃ রাহুলের লাগাতার খারাপ পারফরম্যান্স, সৌরভ বললেন...
ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করে তাঁর এই খবর জানিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন। ড্যানিয়েল ওয়াট নিজের গার্লফ্রেন্ড জর্জি হজ এর সঙ্গে আশীর্বাদ সেরে ফেলেছেন। যার ছবিও তিনি শেয়ার করেছেন সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে। ৩১ বছর বয়সী ড্যানিয়েল ফটোতে নিজের পার্টনারকে চুম্বন করছেন বলে ছবিতে দেখা যাচ্ছে। সঙ্গে রিং ফিঙ্গারে আশীর্বাদের আংটিও দেখান তিনি।
ড্যানিয়েল ওয়াট সেই ইংরেজ মহিলা খেলোয়াড়, যিনি ২০১৪ সালে বিরাট কোহলি কে প্রপোজ করেছিলেন। তখন ড্যানিয়েল টুইট করে লিখেছিলেন যে, "কোহলি ম্যারি মি" সেই সময়ে ওই পোস্ট ভাইরাল হয়েছিল। যদিও বিরাট কোহলি বলিউড এক্ট্রেস অনুষ্কা শর্মার সঙ্গে ১১ ডিসেম্বর ২০১৭ সালে বিয়ে করে ফেলেছেন। তাঁদের এক কন্যা ও রয়েছে যার নাম রাখা হয়েছে ভামিকা।
ড্যানিয়েল ওয়াট এখনও পর্যন্ত ইংল্যান্ডের জন্য ১০২ টি ওয়ানডে এবং ১৪৩ টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন।
ড্যানিয়েল এবার মহিলা প্রিমিয়ার লিগে নিলামে শামিল হয়েছিলেন। কিন্তু তিনি কোনও টিম পাননি। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।