Football : '৫ গার্লফ্রেন্ডকে একসঙ্গে লাগে রাতে,' তারকা ফুটবলারের মন্তব্যে বিতর্ক

Football : আসলে তিনি একটি সাক্ষাৎকারে জানান যে তাঁর ৫ গার্লফ্রেন্ড রয়েছে এবং তিনি তাঁদের সবার সঙ্গে একসঙ্গে রাত কাটান। ফুটবল মাঠে প্রতিদিন গোল করা আরলিং হল্যান্ড তাঁর এই বক্তব্যে সবাইকে অবাক করে দিয়েছেন। নরওয়ের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের মাঝে আর্লিং হল্যান্ড এ কথা বলেন।

Advertisement
'৫ গার্লফ্রেন্ডকে একসঙ্গে লাগে রাতে,' তারকা ফুটবলারের মন্তব্যে বিতর্কআরলিং হল্যান্ড। ফাইল ছবি
হাইলাইটস
  • '৫ গার্লফ্রেন্ডকে একসঙ্গে লাগে রাতে,'
  • তারকা ফুটবলারের মন্তব্যে বিতর্ক
  • জানুন বিস্তারিত তথ্য

Football : নরওয়ের ফুটবলার আরলিং হল্যান্ডের স্ট্রাইকারদের হিসাবে সুখ্যাতি রয়েছে ফুটবল দুনিয়াতে। এবার একটি মন্তব্যের জেরে তিনি শিরোনামে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি আলোচনা করা হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড ক্লাব থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে তাঁর স্থানান্তর নিয়ে। এই বদলির খবর ছাড়াও আরেকটি কারণেও খবরের জন্য চর্চায় রয়েছেন হল্যান্ড। আসলে তিনি একটি সাক্ষাৎকারে জানান যে তাঁর ৫ গার্লফ্রেন্ড রয়েছে এবং তিনি তাঁদের সবার সঙ্গে একসঙ্গে রাত কাটান। ফুটবল মাঠে প্রতিদিন গোল করা আরলিং হল্যান্ড তাঁর এই বক্তব্যে সবাইকে অবাক করে দিয়েছেন। নরওয়ের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের মাঝে আর্লিং হল্যান্ড এ কথা বলেন।

কী জানালেন আর্লিং হল্যান্ড

কিন্তু আসলে আর্লিং হল্যান্ড ফুটবলদের গার্লফ্রেন্ড বলে ডাকে। তিনি জানান প্রতিদিন তাঁর প্রিয় ৫টি ফুটবলের সঙ্গে ঘুমান। তাঁর দাবি ছিল- আমি বিছানায় আছি এবং তার সাথে থাকা ভালো। আমি তাদের প্রতিদিন দেখি। ওরা আমার বান্ধবী। ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া হল্যান্ড শীঘ্রই ক্লাব ছাড়তে যাচ্ছেন। ডর্টমুন্ডের পর তাঁর নতুন গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। গত মরসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন আরলিং হল্যান্ড। ফলে চলতি মরসুমে সব ক্লাবগুলির নজর ছিল তাঁর উপরে। এর ফলেই বারবার শিরোনামে আসছেন তিনি। 

মরসুমে ভালো ফর্মে রয়েছেন তিনি

এর আগেও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনার সঙ্গে আর্লিং হল্যান্ডের নাম জড়িয়ে থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখাটাই ঠিক মনে করেছে হল্যান্ড। ইউরোপিয়ান ফুটবলে গোল করার ক্ষমতার জন্য আর্লিং ওলান্দ সুপরিচিত। তিনি জার্মানিতে খেলা বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৬৬টি খেলায় ৬১টি গোল করেছেন।

POST A COMMENT
Advertisement