scorecardresearch
 

Euro 2024 Italy vs Albania: ইতালির বিরুদ্ধে রেকর্ড আলবেনিয়ার, ইউরোর দ্রুততম গোলের VIDEO দেখুন

৩১৭ মিনিট পর গোল খেল ইতালি (Italy)। তাও আবার ইউরো কাপের (Euro Cup 2024) প্রথম ম্যাচে এই গোল করে রেকর্ডবুকে উঠে এল আলবেনিয়া (Albania)। নেদিম বাজরামি (Nedim Bajrami) প্রথম মিনিটেই গোল করে এগিয়ে দেন আলবেনিয়াকে। ম্যাচের ২৩ সেকেন্ডে করা এই গোল ইউরো কাপের ইতিহাসে দ্রুততম গোল। এতদিন দ্রুততম গোল ছিল রাশিয়ার (Russia) দিমত্রি কেরেচেঙ্কোর (Dmitri Kirichenko)। ২০০৪ সালে গ্রিসের বিরুদ্ধে ৬৫ সেকেন্ডে গোল করেন তিনি।

Advertisement
নেদিম বাজরামি নেদিম বাজরামি

৩১৭ মিনিট পর গোল খেল ইতালি (Italy)। তাও আবার ইউরো কাপের (Euro Cup 2024) প্রথম ম্যাচে এই গোল করে রেকর্ডবুকে উঠে এল আলবেনিয়া (Albania)। নেদিম বাজরামি (Nedim Bajrami) প্রথম মিনিটেই গোল করে এগিয়ে দেন আলবেনিয়াকে। ম্যাচের ২৩ সেকেন্ডে করা এই গোল ইউরো কাপের ইতিহাসে দ্রুততম গোল। এতদিন দ্রুততম গোল ছিল রাশিয়ার (Russia) দিমত্রি কেরেচেঙ্কোর (Dmitri Kirichenko)। ২০০৪ সালে গ্রিসের বিরুদ্ধে ৬৫ সেকেন্ডে গোল করেন তিনি।

কীভাবে এল গোল
ইতালির ভুল থ্রো থেকে গোল পেয়ে যায় আলবেনিয়া। নেদিম বাজরামি ভুল থ্রো থেকে বল নিয়ে সোজা পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যান। তাঁর জোরাল শট ইতালি গোলরক্ষক দোনরুমা (Gianluigi Donnarumma) বাঁচানোর সুযোগই পাননি। প্রথম পোস্ট থেকেই গোল খেয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। আজুরিরা গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়েনি। আলবেনিয়ার অর্ধে বারেবারে আক্রমণ তুলে আনতে থাকে তারা। ১০ মিনিটের বেশি এই এগিয়ে থাকা ধরে রাখতে পারেনি ফিফা র‍য্াঙ্কিং-এ ৬৬ নম্বরে থাকা আলবেনিয়া। 

কীভাবে সমতা ফেরাল আজুরিরা     
১১ মিনিটে গোল শোধ করেন আলেজান্দ্রো বাস্তোনি। হেডে গোল করে যান তিনি। শট কর্নারে বল পেয়েই দারুণ ক্রস করেন পেলাগ্রিনি। দ্বিতীয় পোস্টে দাঁড়িয়ে থাকা বাস্তোনি হেড করে বল জালে জড়াতে ভুল করেননি। গোলকিপার টমাস স্ট্রাকসার কিছুই করার ছিল না। ১৬ মিনিটে এগিয়ে যায় ইতালি। ডিমারসিও শট বাঁচান আলবেনিয়ার ডিফেন্ডাররা। সেই ফিরতি বলে দারুণ শট করে দলকে এগিয়ে দেন বারেলা। তাঁর এই গোল এবারের ইউরোর অন্যতম সেরা গোল হিসেবে মনোনিত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শট দেখে মনেই হয়নি তা এভাবে সবাইকে বোকা বানিয়ে গোলের মধ্যে ঢুকে যাবে। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইতালির সামনে। তবে তা পোস্টে লেগে ফেরে। দাভিদে ফ্রাত্তেসির করা চিপ গোলে ঢোকেনি। প্রথমার্ধ শেষ হয় ২-১ স্কোরলাইনে।      

Advertisement

আরও পড়ুন

Advertisement