MS Dhoni, Cristiano Ronaldoগত কয়েকবছরে থালা নামের সঙ্গে প্রায় সমার্থক হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নাম। চেন্নাইয়ের প্রায় সকলেই ধোনিকে এই নামে ডাকেন। গত বছর থেকেই সাত নম্বর জার্সি পরা ধোনির ছবিতে 'থালা ফর রিজন' বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন ফ্যানরা। এবার সেই থালার সঙ্গে জুড়ে গেল পর্তুগাল (Portugal) তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম। খোদ ফিফা (FIFA) এই পোস্ট করায় তা নিয়ে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তেলেগু ভাষায় 'থালা' শব্দের অর্থ হল বড় ভাই। রোনাল্ডোর মতোই ধোনিও সাত নম্বর জার্সি পড়েন। সেই কারণেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ধোনির সঙ্গে এক আসনে বসিয়ে দিল সিআর সেভেনকে (CR7)। মঙ্গলবার রাতে ইউরো কাপের (Euro Cup 2024) প্রথম ম্যাচে খেলতে নামে পর্তুগাল। সেই ম্যাচের আগেই এই পোস্ট করে ফিফা। যা দেখে দারুণ খুশি রোনাল্ডো সমর্থকরা। পাশাপাশি মঙ্গলবার রাতে কষ্ট করে হলেও জয় পেয়েছে পর্তুগাল। শুরুতে ১ গোলে পিছিয়ে পড়লেও, ২ গোল করে ম্যাচ জিতে নেয় সিআর সেভেনের দল। ৬২ মিনিটে লুকাস প্রভেদের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র। ভাল খেললেও গোল পাচ্ছিল না পর্তুগাল।
সুযোগ পেলেও গোল করতে পারছিলেন না রোনাল্ডো। ৬৯ মিনিটে রবিন হ্রানাচের আত্মঘাতি গোলে সমতা ফেরায় পর্তুগাল। ৮৮ মিনিটে ফাঁকা গোলে হেড করলেও গোল পাননি সিআর সেভেন। তাঁর হেড বারে লাগে। ঠিক যে সময় মনে হচ্ছিল, এই ম্যাচ ড্র অবস্থাতেই শেষ হবে, সেই সময়েই ভুল করে চেক রক্ষণ। নেটোর ক্রস আটকাতে ভুল করেন ডিফেন্ডার। সেই বল ধরে গোল করেন পরিবর্ত হিসাবে নামা ফ্রান্সিসকো কনসেসাও। ২-১ গোলে ম্যাচ জেতে পর্তুগাল।
গত বিশ্বকাপে ভাল খেলতে না পারলেও এবার ইউরো কাপ ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন পর্তুগাল সমর্থকরা। বিশ্বকাপের পর সিআর সেভেনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় দায়িত্ব ছাড়তে হয় কোচকে। এবার ২০১৬ সালের পুনরাবৃত্তি করতে পারবেন রোনাল্ডো? সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁর ফ্যানরা।