Euro Cup 2024 Live Streaming: ইউরো কাপ শুরু, কখন-কোথায়, কীভাবে দেখতে পাবেন ম্যাচ?

১৫ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ (Euro Cup 2024)। এবার ইউরো কাপ হচ্ছে জার্মানিতে। প্রথম ম্যাচেই আয়োজক দেশের মুখোমুখি স্কটল্যান্ড (Germany vs Scotland)। এবারের ইউরো কাপে ২৪টি দল প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এবারের টুর্নামেন্টে এই ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। এবারের ইউরো কাপ খুবই তাৎপর্যপূর্ণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ফ্যানদের জন্য। কারণ এটাই হয় সিআর সেভেনের জন্য শেষ ইউরো কাপ। কোথায় দেখা যাবে এবারের ইউরো কাপের ম্যাচগুলো? (How To Watch Euro Cup 2024)

Advertisement
ইউরো কাপ শুরু, কখন-কোথায়, কীভাবে দেখতে পাবেন ম্যাচ?Euro Cup 2024

১৫ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ (Euro Cup 2024)। এবার ইউরো কাপ হচ্ছে জার্মানিতে। প্রথম ম্যাচেই আয়োজক দেশের মুখোমুখি স্কটল্যান্ড (Germany vs Scotland)। এবারের ইউরো কাপে ২৪টি দল প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এবারের টুর্নামেন্টে এই ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। এবারের ইউরো কাপ খুবই তাৎপর্যপূর্ণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ফ্যানদের জন্য। কারণ এটাই হয় সিআর সেভেনের জন্য শেষ ইউরো কাপ। কোথায় দেখা যাবে এবারের ইউরো কাপের ম্যাচগুলো? (How To Watch Euro Cup 2024)

ইউরো কাপের ফরম্যাট কেমন?
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌঁছবে। শেষ ষোলোর পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে।    

কীভাবে দেখবেন এই টুর্নামেন্ট?
ইউরো কাপ দেখা যাবে সোনির বিভিন্ন চ্যানেলে। আর এবারের ইউরো কাপের লাইভ স্ট্রিমিং দেখতে হলে ইনস্টল করতে হবে সোনি লিভ অ্যাপ। তবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে সোনি লিভ। তা হলেই দেখতে পাবেন এই টুর্নামেন্ট। তবে শুধুমাত্র জিও সাবস্ত্রাইবাররা মোবাইলে এই টুর্নামেন্ট ফ্রিতে দেখতে পাবেন। তবে সেক্ষেত্রে তাদের জিও টিভি ইনস্টল করতে হবে। জিও টিভিতে টেস্ট ৮ এইচডি চ্যানেলে দেখা যাবে এই টুর্নামেন্ট। 
 

ধারাভাষ্যকারের ভূমিকায় সুনীল-ভাইচুং
এবারের ইউরো কাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri)। ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। পাশাপাশি থাকবেন ভারতীয় ফুটবলের আরও এক কিংবদন্তি তারকা ভাইচুং ভুটিয়াও।  
 

ইউরো কাপের সূচি
জার্মানি বনাম স্কটল্যান্ড ১৫ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড ১৫ জুন সন্ধে ৬.৩০
স্পেন বনাম ক্রোয়েশিয়া ১৫ জুন রাত ৯.৩০
ইতালি বনাম আলবানিয়া ১৬ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ১৬ জুন সন্ধে ৬.৩০
স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ১৬ জুন রাত ৯.৩০
সার্বিয়া বনাম ইংল্যান্ড ১৭ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
রোমানিয়া বনাম ইউক্রেন ১৭ জুন সন্ধে ৬.৩০
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ১৭ জুন রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম ফ্রান্স ১৮ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
তুরস্ক বনাম জর্জিয়া ১৮ জুন রাত ৯.৩০
পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ১৯ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ১৯ জুন সন্ধে ৬.৩০
জার্মানি বনাম হাঙ্গেরি ১৯ জুন রাত ৯.৩০
স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ২০ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
স্লোভেনিয়া বনাম সার্বিয়া ২০ জুন সন্ধে ৬.৩০
ডেনমার্ক বনাম ইংল্যান্ড ২০ জুন রাত ৯.৩০
স্পেন বনাম ইতালি ২১ জুন রাত ১২.৩০ (বৃহস্পতিবার রাত)
স্লোভাকিয়া বনাম ইউক্রেন ২১ জুন সন্ধে ৬.৩০
পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ২১ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ২২ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ২২ জুন সন্ধে ৬.৩০
তুরস্ক বনাম পর্তুগাল ২২ জুন রাত ৯.৩০
বেলজিয়াম বনাম রোমানিয়া ২৩ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
আলবেনিয়া বনাম স্পেন ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ক্রোয়েশিয়া বনাম ইতালি ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ফ্রান্স বনাম পোল্যান্ড ২৫ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ২৫ জুন রাত ৯.৩০
ডেনমার্ক বনাম সার্বিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
স্লোভাকিয়া বনাম রোমানিয়া ২৬ জুন রাত ৯.৩০
ইউক্রেন বনাম বেলজিয়াম ২৬ জুন রাত ৯.৩০
জর্জিয়া বনাম পর্তুগাল ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
 

Advertisement

নক আউট পর্বের ম্যাচ কবে থেকে শুরু-
২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত শেষ ষোলোর খেলা হবে-
৫ জুলাই ও ৬ জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে-
৯ জুলাই ও ১০ জুলাই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে- রাত ১২.৩০
১৪ জুলাই রবিবার রাত ১২.৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে

POST A COMMENT
Advertisement