scorecardresearch
 

Virat Kohli: 'শাস্ত্রীর জন্যই আজ বিরাটের ফর্ম খারাপ,' মন্তব্য পাক ক্যাপ্টেনের

লতিফ মনে করেন, প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কারণেই এই বাজে ফর্ম চলছে কোহলি। একটি ইউটিউব চ্যানেলে লতিফ এ কথা বলেন। আসলে, খারাপ ফর্মের কারণে কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী। এ নিয়ে প্রশ্ন করা হয় সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারকে। তখনই এমন কথা বলেন প্রাক্তন পাক ক্রিকেটার।

Advertisement
রবি শাস্ত্রী ও বিরাট কোহলি রবি শাস্ত্রী ও বিরাট কোহলি
হাইলাইটস
  • বিরাটের রান না পাওয়া নিয়ে মন্তব্য পাক ক্রিকেটারের
  • রবি শাস্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন

গত কয়েক মাস ধরে রান করতে হিমশিম খাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (2022) মরশুমেও তাঁর এই খারাপ ফর্ম দেখা গিয়েছে। দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেননি কোহলি।

কোহলির খারাপ ফর্ম নিয়ে অনেক কিংবদন্তি ক্রিকেটারই তাদের মতামত দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও । কিন্তু কোহলির  বাজে ফর্ম নিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন লতিফ।

লতিফ মনে করেন, প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কারণেই এই বাজে ফর্ম চলছে কোহলি। একটি ইউটিউব চ্যানেলে লতিফ এ কথা বলেন। আসলে, খারাপ ফর্মের কারণে কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী। এ নিয়ে প্রশ্ন করা হয় সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারকে। তখনই এমন কথা বলেন প্রাক্তন পাক ক্রিকেটার।

'কোচিংয়ের সঙ্গে রবি শাস্ত্রীর কোনো সম্পর্ক ছিল না' 

লতিফ বলেন, 'ওর (রবি শাস্ত্রী) কারণেই এসব হয়েছে। ২০১৯ সালে, অনিল কুম্বলের মতো একজন খেলোয়াড়কে সরিয়ে রবি  শাস্ত্রীকে কোচ করা হয়েছিল। আমি জানি না কুম্বলের এই ব্যাপারে মত ছিল কি না। রবি শাস্ত্রী একজন সম্প্রচারক (ভাষ্যকার)। কোচিংয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।''

লতিফ আরও বলেন, 'আমার মনে হয় না বিরাট কোহলি ছাড়া রবি শাস্ত্রীকে আনতে অন্য কেউ ভূমিকা নিয়েছিল। কিন্তু এখন সেটাই ব্যাকফায়ার করেছে। যদি রবি শাস্ত্রী কোচ না হতেন, তাহলে কোহলিও এ ভাবে আউট হতেন না।

২০১৭ সালে শাস্ত্রীকে কোচ করা হয়েছিল 
২০১৪ সালে পরিচালক হিসাবে প্রথমবার টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন রবি শাস্ত্রী। এই সময়ে তার মেয়াদ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ পর্যন্ত। এরপর এক বছরের জন্য কোচ করা হয় অনিল কুম্বলেকে। তারপরে ২০১৭ সালে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের পরাজয়ের পর রবি শাস্ত্রীকে পূর্ণকালীন কোচ নিযুক্ত করা হয়েছিল। রবি শাস্ত্রীর অধীনে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট সিরিজ জিতেছে ভারত।

Advertisement

আরও পড়ুন: ৩ নম্বর জায়গা ধরে রাখতে ইংল্যান্ডকে হারাতেই হবে রোহিতদের

শাস্ত্রীর কোচের অধীনে, টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। তবে শাস্ত্রীর কোচিংয়ে ভারত আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। রিপোর্ট অনুযায়ী, রবি শাস্ত্রী তাঁর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হননি। তবে কোচ হিসেবে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে শাস্ত্রীর সম্পর্ক চমৎকার। 
 

Advertisement