Fake BCCI secretary: জয় শাহর সচিব সেজে ফাইভস্টার হোটেলে দেদার ফূর্তি-মিটিং, ধরা পড়তেই...

নিজেকে কখনও আইসিসি সভাপতি, কখনও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির (পড়ুন জয় শাহ) ব্যক্তিগত সচিব হিসেবে পরিচয় দিয়ে দিব্যি পাঁচদিন ধরে হোটেলে থাকছিলেন এক ব্যক্তি। এমনকি গুরুত্বপূর্ণ মিটিংও করছিলেন! কিন্তু শেষমেশ পুলিশের ‘ডিআরএস’-এ ধরা পড়ে বোল্ড আউট হলেন তিনি।

Advertisement
জয় শাহর সচিব সেজে ফাইভস্টার হোটেলে দেদার ফূর্তি-মিটিং, ধরা পড়তেই...ভুয়ো বিসিসিআই সচিব গ্রেফতার।-কোলাজ
হাইলাইটস
  • নিজেকে কখনও আইসিসি সভাপতি, কখনও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির (পড়ুন জয় শাহ) ব্যক্তিগত সচিব হিসেবে পরিচয় দিয়ে দিব্যি পাঁচদিন ধরে হোটেলে থাকছিলেন এক ব্যক্তি।
  • এমনকি গুরুত্বপূর্ণ মিটিংও করছিলেন!

নিজেকে কখনও আইসিসি সভাপতি, কখনও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির (পড়ুন জয় শাহ) ব্যক্তিগত সচিব হিসেবে পরিচয় দিয়ে দিব্যি পাঁচদিন ধরে হোটেলে থাকছিলেন এক ব্যক্তি। এমনকি গুরুত্বপূর্ণ মিটিংও করছিলেন! কিন্তু শেষমেশ পুলিশের ‘ডিআরএস’-এ ধরা পড়ে বোল্ড আউট হলেন।

ঘটনাটি ঘটেছে হরিদ্বারের কোতোয়ালি নগরে। অভিযুক্ত ব্যক্তির নাম অমরিন্দর সিং (৩৫), পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা। তিনি হোটেল উদমান অর্কিডে পাঁচদিন ধরে বিলাসবহুল জীবনযাপন করছিলেন। অভিযোগ, তিনি জয় শাহের ব্যক্তিগত সচিব সেজে একাধিক ব্যক্তির সঙ্গে মিটিং করছিলেন এবং হোটেলের সমস্ত সুবিধা ব্যবহার করছিলেন।

হোটেল কর্তৃপক্ষ প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু দিন যত গড়ায়, সন্দেহ তত বাড়ে। শেষমেশ রিসেপশন থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ হোটেলে হানা দিয়ে তাঁকে পাকড়াও করে। এবং কী পাওয়া গেল?
একটি ‘ভুয়ো বিসিসিআই আইডি কার্ড’, যাতে জয় শাহ ও অভিযুক্তের ছবি রয়েছে! কার্ডে জয় শাহের নকল সই! আইডির মাঝখানে ‘অশোক স্তম্ভ’, নীচে বিসিসিআই লোগো! পুরো ব্যাপারটা যেন ক্রিকেটের 'ফেক ফিল্ডিং'!

হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র সিং ডোবাল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ৩৩৬(২), ৩৩৮, ৩৪০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তার অতীত খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ক্রিকেটপ্রেমীরা বলছেন, ভদ্রলোককে বিসিসিআইতে জায়গা দেওয়া উচিত, এত কনফিডেন্স নিয়ে অভিনয় করতে পারলে দারুণ প্রশাসক হতেন! কেউ কেউ আবার মজা করে বলছেন, এই ভুয়ো সচিবকে আইসিসির চেয়ারম্যান বানিয়ে দেওয়া হোক, অন্তত পিচ রিপোর্ট আর ডিআরএস নিয়ে কেউ অভিযোগ তুলতে পারবে না! তবে এতকিছুর পরেও একটাই প্রশ্ন—এই নকল সচিব কি অন্তত একবার নিজের নামে ‘পাওয়ারপ্লে’ নিয়েছিলেন? 

 

POST A COMMENT
Advertisement