নকল ক্রিকেট লিগ, ভুয়ো মাঠ, ভুয়ো ক্রিকেটার ও ধারাভাষ্যকার কিন্তু তাতে বাজি ধরছেন বিদেশীরা। এই গল্প চলচ্চিত্রের মতো শোনালেও বাস্তবে ঠিক এটাই ঘটেছে। গুজরাতের ভাদনগরের একটি গ্রামে, কিছু লোক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আদলে একটি নকল ক্রিকেট লিগ চলছিল। যেখানে রাশিয়া থেকে বাজি ধরছিলেন সে দেশের নাগরিকরা এবং খোয়াচ্ছিলেন বিরাট অঙ্কের টাকা এবার সেই কেলেঙ্কারি সামনে এসে গিয়েছে। .
এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে মেহসানা থানার পুলিশ। চারজনের বিরুদ্ধেই প্রতারণা, জুয়া খেলা ও অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মুহূর্তে এই মামলায় আরও একজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালান হচ্ছে, সেই ব্যক্তি আবার রাশিয়ায় থাকেন এবং সেখান থেকেই এই গোটা চক্রটা পুরো পরিচালনা করছিলেন।
তথ্য অনুযায়ী, ভাদনগরের মলিপুর গ্রামে খামার কিনেছেন কয়েকজন। সেই খামারকে একটি ক্রিকেট মাঠে রূপান্তর করা হয়েছে, ফ্লাডলাইট লাগান হয়েছে এবং পিচও তৈরি করা হয়েছে। মাল্টি ক্যাম সেটআপ, কমেন্টারি বক্স সহ সমস্ত ধরণের ব্যবস্থা করা হয়েছিল। যাতে একে পুরো আইপিএলের মতো দেখায়। শুধু তাই নয়, একটি মোবাইল অ্যাপে ম্যাচগুলি লাইভও করা হয়েছিল।
আরও পড়ুন: শেষ টি২০ ম্যাচে ভারতকে ১৭ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ বাঁচাল ইংল্যান্ড
এর জন্য গ্রামের কিছু ছেলেকে নিয়ে আসা হয়। তারা ম্যাচ প্রতি ৪০০ টাকা করে পেত। স্থানীয় পুলিশ জানায়, রাশিয়ায় বসে থাকা ব্যক্তি সব ব্যবস্থা করতেন এবং তার নির্দেশেই এই পুরো খেলাটি চলত।
আরও পড়ুন: বিশ্ব একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ভারত, দলে কারা?
এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়ো ধারাভাষ্যকার হর্ষ ভোগলের কণ্ঠে ক্রিকেট ধারাভাষ্য করছিলেন। হর্ষ ভোগলে নিজেও এই প্রতিবেদনটি টুইট করেছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি অবশ্যই এই কমেন্টেটরের কথা শুনতে চাইবেন।