scorecardresearch
 

বারংবার সতর্ক করার পরেও দেয়নি পাত্তা! পাকিস্তানকে নিষিদ্ধ করল FIFA

ইতিপূর্বে বেশ কয়েকবার ব্যাপারটা নিয়ে পাকিস্তান ফুটবল দলকে হঁশিয়ারি দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। কিন্তু, সেই সতর্কবার্তায় কোনও পাত্তাই দেয়নি পাকিস্তান। ব্যাপারটা কিছু হবে না মনে করে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু, সেটা আর হল না। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে এবার FIFA-র রক্তচক্ষুর কোপে পড়তে হল। পাকিস্তান ফুটবল দলকে অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হল।

Advertisement
পাকিস্তান ফুটবল দল (ছবি - টুইটার) পাকিস্তান ফুটবল দল (ছবি - টুইটার)
হাইলাইটস
  • পাকিস্তান ফিটবল দলকে নিষিদ্ধ করল FIFA
  • তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
  • বিশ্ব ফুটবল ক্রমতালিকায় পাকিস্তান বর্তমানে ২০০ নম্বরে রয়েছে

ইতিপূর্বে বেশ কয়েকবার ব্যাপারটা নিয়ে পাকিস্তান ফুটবল দলকে হঁশিয়ারি দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। কিন্তু, সেই সতর্কবার্তায় কোনও পাত্তাই দেয়নি পাকিস্তান। ব্যাপারটা কিছু হবে না মনে করে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু, সেটা আর হল না। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে এবার FIFA-র রক্তচক্ষুর কোপে পড়তে হল। পাকিস্তান ফুটবল দলকে অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হল।

কী হয়েছে আসল ঘটনাটা?

বিগত কয়েকবছর ধরেই পাকিস্তান ফুটবল দলের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। অবস্থা এতটাই করুণ হয়ে যায় যে লাহোরের পাকিস্তান ফুটবল ফেডারেশের মুখ্য কার্যালয় দখলেরও ঘটনার সাক্ষী থাকতে হয়েছে। এমনকী, ব্যাপারটিতে হস্তক্ষেপ করতে হয় দেশের কেন্দ্রীয় সরকারকেও। সরকারের পক্ষ থেকে ফেডারেশনের ফিফা অনুমোদিত কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়। আর এই ঘটনার জেরেই ফিফার নিষেধাজ্ঞার কোপে পড়তে হল পাকিস্তান ফুটবল দলকে।

২০১৭ সালেও একই কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল

এটাই প্রথমবার নয়। ইতিপূর্বে ২০১৭ সালে আদালতের নির্দেশে গঠিত কমিটি ফেডারেশনের দায়িত্ব নিলে FIFA পাকিস্তান ফুটবল দলকে নিষিদ্ধ করে। পরে অবশ্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নয়া কমিটি গঠণ হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু, আজকের এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর, সেটা আগামীদিনে কবে প্রত্যাহার করা হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

বিশ্ব ফুটবল ক্রমতালিকায় পাকিস্তান

বিশ্ব ফুটবল ক্রমতালিকায় পাকিস্তান বর্তমানে ২০০ নম্বরে রয়েছে। ভারত সেখানে রয়েছে ১০৪ নম্বরে। তবে শুধুমাত্র পাকিস্তানই নয়, বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ১৭৮ নম্বরে থাকা আফ্রিকার দেশ চাদের ফুটবল ফেডারেশনের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।

Advertisement

যাইহোক আগামী ৩১ মার্চের মধ্যে ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনের সদর দপ্তর খালি করার নির্দেশ দিয়েছে। নাহলে জবরদখল কারীদের তাড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে। ফিফার এহেন কঠোর মনোভাবের পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের মানসিকতায় কোনও পরিবর্তন হয় কি না, এখন সেটাই দেখার।

Advertisement