বড় বিপদে পড়েছিলেন আর্জেন্টিনার (Argentina) প্রাক্তন স্ট্রাইকার সের্জিও আগুয়েরো (Sergio Aguero)। বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে কাতার উড়ে যাওয়ার সময় সমস্যায় পড়তে হয় লিওনেল মেসির (Lionel Messi) প্রাক্তন সতীর্থকে। ফ্লাইটে কোনও যান্ত্রিক গোলযোগ না থাকলেও ব্রাজিল সমর্থকদের খপ্পরে পড়তে হয়েছিল প্রাক্তন তারকাকে। নিজের সেই বিপদের ভিডিও শেয়ার করেছেন আগুয়েরো।
বিজনেস ক্লাসের আরামদায়ক সিটে বসেও অস্বস্তিতে ভুগছিলেন আগুয়েরো। গোটা বিমানে প্রচুর ব্রাজিলিয়ান সমর্থক ছিলেন। গোটা সময়টাই গান গেয়ে গিয়েছেন তাঁরা। বাজনা বাজিয়েছেন, আর নেইমারদের নামে জয়ধ্বনি দিয়েছেন। কান ঝালাপালা হয়ে যাওয়ার মত অবস্থা হয়ে যায় আগুয়েরোর। যদিও শেয়ার করা ভিডিও দেখে মনে হচ্ছে, ব্যাপারটা বেশ উপভোগ করছেন আর্জেন্টাইন তারকা।
আরও পড়ুন: বিশ্বকাপেও বিয়ার নিষিদ্ধ? হঠাত্ ঘোষণা কাতারে, হতাশ ফুটবলপ্রেমীরা
হৃদরোগে আক্রান্ত হওয়ায় অনেক আগেই ফুটবল থেকে অবসর নেন আগুয়েরো। ম্যানচেস্টার সিটিতে দীর্ঘদিন ফুটবল খেলার পর বার্সেলোনায় সই করেন আগুয়েরো। গত বছরেই বার্সেলোনার হয়ে খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। পরে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ফরওয়ার্ড। এরপরেই অবসর নিতে বাধ্য হন আগুয়েরো।
গত বছরের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। ফ্রান্সের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির দল। ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আগুয়েরো। তিনটি বিশ্বকাপ খেলা হয়ে গিয়েছে তাঁর। ১২টি বিশ্বকাপের ম্যাচে ২টি গোল করেছেন আগুয়েরো।
আরও পড়ুন: USA-ইংল্যান্ডের মধ্যে টানাটানি, বিশ্বকাপে শেষমেশ কোন দলে মুসা?
বিশ্বকাপ শুরুর আগে বিরাট ধাক্কা খেলেন লিওনেল মেসিরা। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো গঞ্জালেজ (Nico Gonzalez)। তাঁর বদলে অ্যাঞ্জেল কোরেয়াকে (Angel Correa) দলে নিল আর্জেন্টিনা। দলের প্রথম অনুশীলনে চোট পেয়েছেন গঞ্জালেজ। সেই কারণেই তাঁর জায়গায় কোরেয়াকে দলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
একাধিক ফুটবলারের চোট নিয়ে চিন্তা
অক্টোবর থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন গঞ্জালেজ। চোটের জন্য ইউএই-র বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। চোট নিয়ে চিন্তায় রয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ী দলের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং ফরোয়ার্ড আলেজান্দ্রো গোমেজ ও আরেক স্টার ফুটবলার পাওলো দিবালার ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও দেখা যায়নি তিন তারকাকে।