scorecardresearch
 

FIFA World Cup 2022 Argentina vs France Final: ট্র্যাজিক নায়ক এমবাপে, হ্যাটট্রিক করে গড়লেন ইতিহাস

আর্জেন্টিনা (Argentina) ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন হয়েছে। তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির (Lionel Messi) দল। পেনাল্টি শুটআউটে যাওয়া ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় ফ্রান্সকে (France)।  ফাইনাল ম্যাচেও একটি বিশেষ যুদ্ধের দিকে সকলের নজর ছিল। যেখানে একদিকে ছিলেন লিওনেল মেসি এবং অন্যদিকে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

Advertisement
এমবাপে এমবাপে
হাইলাইটস
  • হ্যাটট্রিক করেও জিততে পারলেন না এমবাপে
  • টাইব্রেকারে জিতল আর্জেন্টিনা

আর্জেন্টিনা (Argentina) ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন হয়েছে। তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির (Lionel Messi) দল। পেনাল্টি শুটআউটে যাওয়া ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় ফ্রান্সকে (France)।  ফাইনাল ম্যাচেও একটি বিশেষ যুদ্ধের দিকে সকলের নজর ছিল। যেখানে একদিকে ছিলেন লিওনেল মেসি এবং অন্যদিকে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।


ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন কিলিয়ান এমবাপে। তিনি প্রথমে দুই মিনিটে দুটি গোল করেন, তারপর অতিরিক্ত সময়েও তার দলের হয়ে একটি গোল করেন। কিলিয়ান এমবাপেও গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন। 

ফাইনালে দুই কিংবদন্তি খেলোয়াড়ের মধ্যে লড়াই
ফ্রান্সের জন্য, কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের ফাইনালে বিস্ময় প্রকাশ করেছিলেন এবং তার দলের জন্য একটি শক্তিশালী প্রত্যাবর্তন করেছিলেন। একপর্যায়ে আর্জেন্টিনা যখন ২-০ তে এগিয়ে ছিল, তখন দুই মিনিটে কিলিয়ান এমবাপ্পে দুটি গোল করে ফ্রান্সের হয়ে সমতা আনেন  ম্যাচ। 

এমবাপ্পে অতিরিক্ত সময়েও একটি গোল করেন এবং ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন। ১১৮তম মিনিটে ফাউল করেন আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েল। বল তার হাতে লেগেছিল। এতে পেনাল্টি পায় ফ্রান্স। এই সুযোগে কিলিয়ান এমবাপ্পে ক্যাশ করেন এবং তৃতীয় গোলটি করে ম্যাচটি আবার 3-3 করে। 

কিলিয়ান এমবাপ্পে ছাড়াও এই ম্যাচে ডানা মেলেছেন লিওনেল মেসিও। লিওনেল মেসি প্রথমার্ধে পাওয়া পেনাল্টির সদ্ব্যবহার করেন এবং ২৩তম মিনিটে দলের হয়ে একটি গোল করেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

ফাইনাল ম্যাচেও একটি বিশেষ লড়াই চলছে, যা গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের জন্য। শুধু ফাইনাল ম্যাচই ঠিক করবে কে হতে চলেছে এই বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা। 

গোল্ডেন বুটের প্রতিযোগী
১. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) - ৮ গোল
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা) - ৭ গোল
৩. অলিভিয়ের জিরু (ফ্রান্স) - ৪ গোল
৪. জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা) - ৪ গোল

Advertisement

কে জিতবে গোল্ডেন বল?
গোল্ডেন বুট পুরস্কার দেওয়া হয় ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে। এই পুরস্কার জেতা খেলোয়াড়রা একটি সোনার বল পাবেন। বিশেষ বিষয় হলো গত ছয় বিশ্বকাপের পাঁচটিতেই গোল্ডেন বল দেওয়া হয়েছিল সেই খেলোয়াড়কে, যাদের দল ফাইনাল ম্যাচে পরাজিত হয়েছিল। 

গোল্ডেন বলের দৌড়ে এই খেলোয়াড়
১. কাইলিয়ান এমবাপে (ফ্রান্স)
২. আন্তোইন গ্রিজম্যান (ফ্রান্স)
৩. লিওনেল মেসি(আর্জেন্টিনা)
৪. অলিভিয়ের জিরূ (ফ্রান্স)
৫. জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা)  

Advertisement