FIFA World Cup 2022 Argentina vs Poland Updates: ২ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা, গোল আলভারেজ-আলিস্তেরের-

FIFA World Cup 2022 Argentina vs Poland Live Updates: গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নেমেছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করতে মরিয়া তারা। তবে ড্র করলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে সৌদি আরবের বিরুদ্ধে মেক্সিকোকে জিততে হবে।

Advertisement
২ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা, গোল আলভারেজ-আলিস্তেরের-দারুণ গোল আর্জেন্টিনার
হাইলাইটস
  • জিতে গেল আর্জেন্টিনা
  • সুযোগ এসেছিল মেসির কাছেও

FIFA World Cup 2022 Argentina vs Poland Live Updates: পোল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না লিওনেল মেসির আর্জেন্টিনা। পরের রাউন্ডে যাওয়ার জন্য জয় জরুরী তাদের। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হেরে সমস্যায় পড়েছিল আর্জেন্টিনা। তবে সেখান থেকে বেরিয়ে এসে মেক্সিকোকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে তারা। 

বারে বারে চেষ্টা করছেন মেসি

দারুণ কিছু সোলো রান দেখা যাচ্ছে মেসির থেকে। তবে শট করলেও গোল পাচ্ছেন না তিনি। পেনাল্টি মিস করার পর আরও ক্ষুদার্থ মেসি। 

দ্বিতীয় গোল আর্জেন্টিনার

আলভারেসের গোল। ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। ডাউন দ্য লাইন দৌড়েছিলেন মোলিনা। সেখান থেকে তাঁর ক্রস ধরে গোল করে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল

প্রথম মিনিটেই মাক আলিস্তেরের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দারুণ গোল করে গেলেন তিনি। ১-০ গোলে এগিয়ে গেল তারা। 

পেনাল্টি পেয়ে গেল আর্জজেন্টিনা

বিতর্কিত সিদ্ধান্ত রেফারির। ভিএআর দেখে পেনাল্টি দিলেন রেফারি। তবে গোল করতে পারলেন না মেসি। বাঁ দিকে ঝাঁপিয়ে হাতটা ওপরের দিকে তুলে দিয়ে গোল সেভ করলেন চেজনি। 

 

পরপর দুই সুযোগ

কর্নার থেকে গোল তুলে নিতে পারত আর্জেন্টিনা। দি মারিয়ার শট দক্ষতার সঙ্গে বাঁচালেন পোলিশ গোলরক্ষক চেজনি। 

২০ মিনিট অতিক্রান্ত

এখনো গোল আসেনি। ম্যাচের ফল ০-০। চাপ বাড়াচ্ছে আর্জেন্টিনা। ফ্ল্যাঙ্ক সুইচ করেছেন ডি মারিয়া। ডানদিক থেকে বাঁ দিকে চলে এসেছেন তিনি। 

আবারও শট মেসির

১০ মিনিটের মধ্যেই দু বার শট করে ফেললেন মেসি। তবুও গোল এল না। কোনটা একটু ছোট হয়ে গিয়েছিল। 

শট মেসির

পেনাল্টি বক্সের বাইরে থেকে মেসি জোন থেকে শট। কিন্তু অন্যভস্ত ডান পায়ে করা শটে জোর ছিল না। দারুণ ডিফেন্স করছে পোল্যান্ড। কখন ভাঙবে ডেডলক?

শুরু থেকে আক্রমণে আর্জেন্টিনা 

শুরুতেই কর্নার পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে সেখান থেকে গোল পায়নি তারা। দ্রুত গোল তুলে নিতে চাইছে আর্জেন্টিনা। 

Advertisement

POST A COMMENT
Advertisement