scorecardresearch
 

FIFA World Cup 2022 Update: পিছিয়ে পড়েও ৪-১ গোলে জয় ফ্রান্সের, দারুণ ছন্দে এমবাপেরা

দারুণ ছন্দে এমবাপে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেই ছন্দে গতবারের চ্যাম্পিয়নরা। তবে তার মধ্যেই গোল করে গেলেন অস্ট্রেলিয়ার ক্রেগ গুডউইন।

Advertisement
দলকে এগিয়ে দিলেন জিরু দলকে এগিয়ে দিলেন জিরু
হাইলাইটস
  • ৪-১ গোলে জিতল ফ্রান্স
  • ২ গোল জিরুর

কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে ৯ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ফ্রান্স। গোল করেন ক্রেগ গুডউইন। কাতার বিশ্বকাপে এটাই এখনও অবধি দ্রুততম গোল। ম্যাথু লেকির দারুণ ক্রস মিট করে গোল করে যান ক্রেগ। ২৭ মিনিটে থিও হার্নান্দেজের পাস থেকে হেড করে গোল করেন রাবিয়োট। এরপর ৩২মিনিটে ব্যবধান বাড়ান জিরুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে নিজের ৫০ তম গোল করে ফেললেন তিনি।  

  • ৫১তম গোল করে ফেললেন জিরু। গোলের কারিগর সেই এমবাপে। বাঁ দিক থেকে ক্রস করেন এমবাপে। সেখান থেকে গোল করে অঁরির রেকর্ড ছুঁলেন জিরু। ৪-১ গোলে এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। 

     

  • গোল এম্বাপের। ৩-১ গোলে এগিয়ে গেল ফ্রান্স। 

     

  • বারে বারে আক্রমণ করছে ফ্রান্স। জিরুর ব্যাকভলি অল্পের জন্য বাইরে। বাঁ দক থেকে বারবার উঠে আসছেন থিও হার্নান্দেজ।

  • কোনও দলই কোনও পরিবর্তন করেনি। শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা, ২-১ গোলে এগোল ফ্রান্স। 

  • প্রথমার্ধের খেলা শেষ, এগিয়ে রয়েছে ফ্রান্স। ২-১ গোলে এগিয়ে তারা। 

  • হাফটাইমের আগে সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে হেড করা বল বারে লেগে ফেরে। 

  • অল্পের জন্য বাইরে চলে গেল গ্রেজম্যানের শট। ম্যাচের বিরতিতে যাওয়ার আগে গোল সংখ্যা বাড়াতে চাইছে ফ্রান্স। 

  • ৫০তম গোল অলিভার জিরুর, র‍্যাবিয়োটের পাস থেকে গোল করে গেলেন ফরাসি স্ট্রাইকার। 

    Advertisement

     

  • এড্রিয়েন রাবিয়োটের গোলে সমতায় ফিরল ফ্রান্স। পরিবর্ত হিসেবে নামা থিও হার্নান্দেজের পাস থেকে গোল করলেন রাবিয়োট। 

     

  • জায়গা পাচ্ছেন না এমবাপেরা। মাঝমাঠের দখল নিয়ে ফেলছে অস্ট্রেলিয়া। ২৫ মিনিটেও ম্যাচের ফল ১-০। এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। 
  • ৯ মিনিটে গোল করে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। গোল করলেন ক্রেগ গুডউইন। কাতার বিশ্বকাপে এটাই এখনও অবধি দ্রুততম গোল। ম্যাথু লেকির দারুণ ক্রস মিট করে গোল করে যান ক্রেগ।  

     

 

Advertisement