scorecardresearch
 

FIFA World Cup 2022 Brazil vs Cameroon Match Update: আবারও অঘটন, ক্যামেরুনের বিরুদ্ধে হেরে গেল ব্রাজিল

FIFA World Cup 2022: দুর্দান্ত একটা লড়াই। শেষ অবধি লড়াই করে চুকো মুটিং-এর সেন্টার থেকে আবু বকরের গোলে জিতে গেল ক্যামেরুন। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করে দলকে এগিয়ে দেন আবু বকর।  

Advertisement
এগিয়ে গেল ক্যামেরুন এগিয়ে গেল ক্যামেরুন
হাইলাইটস
  • হেরে গেল ব্রাজিল
  • নায়ক আবু বকর

FIFA World Cup 2022: জিততেই হবে ক্যামেরুনকে। তাও বড় ব্যবধানে। সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এখনও একটাও গোল খায়নি তারা। ক্যামেরুন কী পারবে স্বপ্নপূরন করতে? 

হেরে গেল ব্রাজিল

দুর্দান্ত একটা লড়াই। শেষ অবধি লড়াই করে চুকো মুটিং-এর সেন্টার থেকে আবু বকরের গোলে জিতে গেল ক্যামেরুন। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করে দলকে এগিয়ে দেন আবু বকর। এর পরেও সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে সেখান থেকে গোল করতে পারেনি ব্রাজিল। শেষ অবধি ১-০ গোলে হারতে হল তাদের। এবারের বিশ্বকাপে এটাই তাদের প্রথম হার। এর আগে এবারের বিশ্বকাপে একটাও গোল খায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা।     

গোল

দারুণ প্রতি আক্রমণ থেকে গোল তুলে নিল ক্যামেরুন। ভিনসেন্ট আবুবকরের গোলে এগিয়ে গেল তারা। এবারের বিশ্বকাপে প্রথম গোল খেল ব্রাজিল। গোল করে জার্সি খোলায় লাল কার্ড দেখতে হল আবু বকরকে।   

৯০ মিনিটের খেলা শেষ

এখনও গোল আসেনি। মরিয়া ডিফেন্ডিং ক্যামেরুনের। ৯মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। 

৭৮ মিনিট

দারুণ আক্রমণ তুলে এনেছিল ক্যামেরুন। এডেরসনের দক্ষতায় গোল বাচাল্ব্রাজিল। দারুণ শট বাঁচালেন ব্রাজিলিয়ান গোলকিপার। ম্যাচের ফল এখনও ০-০।  

৭৩ মিনিট অতিক্রান্ত

গোল আসেনি। একের পর এক আক্রমণ করেও কাজের কাজ করতে পারছে না ব্রাজিল। দারুণ ডিফেন্স করছে ক্যামেরুন।  

দ্বিতীয়ার্ধেও গোল আসছে না

মার্টিনালির শট বাঁচানলেন ডেভিস। অ্যান্টনির বাঁ পায়ের শটও বাঁচালেন তিনি। এখনও ফল ০-০। 

দারুণ সেভ 

এডেরসনের দারুণ সেভ। গোল খেয়ে যেতে পারত ব্রাজিল। 

৪ মিনিট সংযুক্তি সময়

গোল পাচ্ছে না ব্রাজিল। মার্টিনালির ইনস্টেপে রাখা শট সেভ করলেন গোলরক্ষক। কর্নার থেকে নেওয়া রড্রিগোর শট বাইরে চলে গেল।  

Advertisement

গোল করতে পারছে না ব্রাজিল

সুযোগ নষ্ট করলেন রড্রিগো।  তাঁর শট বাঁচালেন ক্যামেরুন গোলরক্ষক। 

২০ মিনিট অতিক্রান্ত

গোল আসছে না। একের পর এক আক্রমণ তুলে আনছে ব্রাজিল। 

সুযোগ নষ্ট

গোল করার সুযোগ এসে গিয়েছিল ব্রাজিলের সামনে। অ্যান্টনির হেড সরাসরি গোলরক্ষকের কাছে। 

১০ মিনিট অতিক্রান্ত

এখনও গোল আসেনি। ধীরে ধীরে মিডফল্ডের দখল নিতে মরিয়া ব্রাজিল। এখনও সে ভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল। 

Advertisement