রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2022) কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৩২ টি দেশ অংশ নিয়েছে তাদের মধ্যে কোন দেশ চ্যাম্পিয়ন হতে পারে তা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। ৩২ টি দেশ তাদের দল ঘোষণা করে দিয়েছে। রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সকলকে অবাক করে দিয়ে ফাইনালে উঠে গিয়েছিল ক্রোয়েশিয়া (Croatia)। তবে এবার কী হবে?
ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) গবেষণা উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য। সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা (Brazil vs Argentina)। আর সেই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছবে নেইমারের (Neymar) দল। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France) সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়ামের (Belgium)। এমবাপেদের হারিয়ে ফাইনালে উঠবে বেলজিয়াম। ফাইনাল ম্যাচে জিতবে ব্রাজিল। হ্যারি কেনের (Harry Kane) ইংল্যান্ড (England) ছিটকে যাবে কোয়ার্টার ফাইনাল থেকেই।
আরও পড়ূন: শাকিরার ওয়াকা-ওয়াকা থেকে পিটবুলের ধামাল, ফিফা বিশ্বকাপের সেরা থিম সং
এই বছরে ব্রাজিলের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬১.৩ শতাংশ। আর অন্যদিকে, বেলজিয়ামের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৮.৭ শতাংশ। অক্সফোর্ডের অঙ্কের গবেষক জসুয়া বুলের দাবি এমনটাই।
গবেষণা থেকে আরও জানা গিয়েছে, প্রথম রাউন্ড থেকে ছিটকে যাবে সেনেগাল, ওয়েলস, কাতার, আমেরিকা, পোল্যান্ড, সৌদি আরব, অস্ট্রেলিয়া, টিউনিশিয়া, কোস্টারিকা, জাপান, কানাডা, মরক্কো, সার্বিয়া, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া এবং ঘানা।
আরও পড়ুন: 'মেসির হাতে বিশ্বকাপ না থাকলে খারাপ লাগবে' বলছেন স্প্যানিশ কোচ
তবে এটা একেবারেই গবেষণা। খেলা হবে মাঠে। সেখানে এই হিসেব উল্টে যেতেই পারে। যদিও গবেষণার এই ফল আসার পর থেকেই হতাশ আর্জেন্টিনার সমর্থকরা। যদিও আশা ছাড়তে নারাজ তারা। মেসির শেষ বিশ্বকাপে তাঁর হাতেই কাপ দেখতে চাইবেন তাঁরা। রবিবার থেকে কাতারের আট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। ব্রাজিল শুক্রবার সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে। তাদের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। অন্য দিকে মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এই দুই দল ছাড়াও গ্রুপ সি-তে রয়েছে মেক্সিকো ও পোল্যান্ড।