scorecardresearch
 

FIFA World Cup 2022 Day 5 Match Updates: আমেরিকার বাধা টপকাতে পারলেন না কেনরা, ০-০ ড্র করল ইংল্যান্ড

FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ওয়েলস (Wales)। তাদের প্রতিপক্ষ ইরান। ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টেয় শুরু ম্যাচ। দ্বিতীয় ম্যাচ নামবে আয়োজক কাতার। সন্ধ্যে সাড়ে ছ'টায় সেনেগালের মুখোমুখি আয়োজক কাতার।

Advertisement
গোল করতে পারলেন না কেন গোল করতে পারলেন না কেন
হাইলাইটস
  • ০-০ ড্র করল ইংল্যান্ড
  • দারুণ ফুটবল দুই দলের

FIFA World Cup 2022: বিশ্বকাপে (FIFA World Cup 2022) চারটি ম্যাচ রয়েছে শুক্রবার। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। টুর্নামেন্টে নিজেদের বাঁচিয়ে রাখতে হলে আজ সেনেগাল, ওয়েলস এবং কাতারকে জিততেই হবে। জিততে হবে আমেরিকাকেও।

অমিমাংসিত থাকল ফুটবল বনাম সকারের লড়াই

০-০ গোলে শেষ হল ম্যাচ। 

দ্বিতীয়ার্ধেও গোল হল না

গোল করতে পারল না কোনও দলই।

গোল করতে পারল না ইংল্যান্ড

অল্পের জন্য গোল করতে পারলেন না হ্যারি কেন। ম্যাচের ফল এখনও ০-০। 

শুরু হল ইংল্যান্ড-আমেরিকার ম্যাচ

শেষ ষোলতে পৌঁছে যাওয়ার লক্ষ্যে কেনরা। আজ সকার বনাম ফুটবলের লড়াই। 

ম্যাচ শেষ
১-১ গোলে শেষ হল ম্যাচ। 

৬ মিনিট সংযুক্তি সময়
গোল করে ফেলতে পারত ইকুয়েডর। অল্পের জন্য গোল পেল না তারা। 

চোট পেয়ে মাঠ ছাড়লেন ভ্যালেন্সিয়া

৯০ মিনিটে চোট পেয়ে বাইরে চলে যেতে হল ইকুয়েডর ক্যাপ্টেনকে। 

একের পর এক আক্রমণ করে চলেছে ইকুয়েডর

গোলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ইকুয়েডর। যদিও গোলমুখ খুলতে পারেনি তারা।  

সমতা ফেরাল ইকুয়েডর

৪৯ মিনিটে গোল ইকুয়েডরের। গোল করলেন এনার ভ্যালেন্সিয়া। 

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

০-১ গোলে পিছিয়ে ইকুয়েডর। সমতা ফেরাতে পারবেন ভ্যালেন্সিয়ারা?

বিরতিতে এগিয়ে নেদারল্যান্ডস

১-০ গোলে এগিয়ে রয়েছে ডাচরা।

ম্যাচের ৬ মিনিটেই গোল

গোল করে গেলেন কাডি গাকপো। ফাস্ট পোস্টের ভেতর দিকে লেগে বল চলে গেল গোলে। 

জিতে গেল কাতার
ব্যবধান বাড়িয়ে ম্যাচ জিতল সেনেগাল। ৩-১ গোলে হারাল কাতারকে। 

Advertisement

গোল করে ফেলল কাতার

ব্যবধান কমিয়ে ফেলল তারা। গোল করলেন মহম্মদ মুন্তারি। ম্যাচের ফল ২-১। 

গোল

ফামারার অসাধারণ গোল। ২-০ গোলে এগিয়ে গেল সেনেগাল 

গোল
ডিফেন্সের ভুলে গোল খেল কাতার। বোউলায়ে দিয়া গোল করলেন। 

শুরু হল দ্বিতীয় ম্যাচ

জিততেই হবে দুই দলকে। আক্রমণে কাতার। 

জিতে গেল ইরান

শেষ মুহূর্তে আরও এক গোল ইরানের। ওয়েলসের বিরুদ্ধে ২-০ গোলে জিতল ইরান।  

এগিয়ে গেল ইরান
শেষমুহূর্তে দূরপাল্লার শটে দূরন্ত গোল চেশমির। ১-০ গোলে এগিয়ে গেল ইরান।  
 

৯ মিনিট অতিরিক্ত সময়

১০ জনের ওয়েলস লড়ছে ইরানের বিরুদ্ধে। শেষ ৯ মিনিটে গোল আসবে?  

১০ জনে খেলছে ওয়েলস
হাইবুট চ্যালেঞ্জ ওয়েলস গোলরক্ষক ওয়েন হেনেসির। সরাসরি লাল কার্ড দেখতে হল তাঁকে। 

৭০ মিনিট অতিক্রান্ত
গোল কয়নি। আক্রমণ করে চলেছে ইরান। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝড় তুলছে ইরান
আজমাউনের দুটি প্রয়াস বারে লেগে ফিরল। এখনও গোল করতে পারেনি দুই দল। ম্যাচের ফল ০-০।  

সুযোগ নষ্ট ওয়েলসের

রবার্টসের বাড়ানো ক্রস থেকে দারুণ সুযোগ এসে গিয়েছিল ওয়েলসের কাছে। দারুণ সেভ ইরান গোলরক্ষক হোসেইন হোসেইনি।  

শুরু থেকেই আক্রমণে উঠে আসছে ইরান

গোল আসছে না। তবে অনেক প্রাধান্য নিয়ে খেলছে ইরান। 

শুরু হয়ে গেল ম্যাচ

ওয়েলেসের বিরুদ্ধে নামল ইরান। জয় দরকার দুই দলের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ০-৬ গোলে হেরে গিয়েছে ইরান। অন্যদিকে আমেরিকার সঙ্গে ড্র করেছেন গ্যারেথ বেলরা।  

Advertisement