বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে ইতিহাস গড়ে ফেলল ইকুয়েডর (Ecuador)। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও আয়োজক দেশ প্রথম ম্যাচে হারেনি। তবে কাতারে (Qatar) সেটাই হল। রবিবার রাতে কাতারকে প্রথম ম্যাচে ২-০ গোলে হারাল ভ্যালেন্সিয়ার ইকুয়েডর। দুই গোল একাই করলেন তারকা স্ট্রাইকার। বিশ্বকাপের মত মঞ্চে প্রথম ম্যাচেই ২ গোল দিয়ে নায়ক তিনি।
ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে
শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে দক্ষিণ আমেরিকার দল। প্রেসিং ফুটবলে গোল তুলে নেওয়ার চেষ্টা করছিল তাঁরা। তিন মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। তবে অফ সাইডের কারণে সেই গোল বাতিল করে দেওয়া হয়। ভিএআর-এর সাহায্য নিয়ে গোল বাতিল করা হয়।
আরও পড়ুন: আটকে যাচ্ছে লাইভ স্ট্রিমিং, ক্ষোভ ফ্যানদের ক্ষমা চাইল JIO Cinema
যদিও গোল পেতে খুব বেশি দেরি হয়নি ইকুয়েডরের। ১৬ মিনিটে সেই ভ্যালেন্সিয়ার গোলেই এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের অধিনায়ক। তাঁকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন কাতার গোলরক্ষক সাদ আল সীব। হলুদ কার্ডও দেখেতে হয় তাঁকে। স্পট কিক থেকে কাতার বিশ্বকাপের প্রথম গোল করতে ভুল করেননি ইকুয়েডর স্ট্রাইকার।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের শুরুতেই বিতর্ক, অফসাইডে ছিলেন ইকুয়েডর স্ট্রাইকার?
৩১ মিনিটে দ্বিতীয় গোল সেই ভ্যালেন্সিয়ার। এব্র যদিও ওপেন প্লে থেকে। ডানদিক থেকে রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর ক্রস থেকে বিনা বাধায় হেড করে যান ভ্যালেন্সিয়া।
শেষদিকে কিছুটা সুযোগ পেয়েছিল কাতার তবে গোল করতে পারেননি মহম্মদ মুন্দারি। তাঁর শট বার উচিয়ে বাইরে চলে যায়। এরপর আর গোল শোধ করতে পারেনি তারা। বরং বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইকুয়েডর। তবে তা আর কাছে লাগাতে পারেননি তাঁরা। নয়ত, চিত্রটা আয়োজকদের জন্য আরও লজ্জার হতে পারত। দ্বিতীয়ার্ধের শেষদিকে কিছুটা চোট পাওয়া স্ট্রাইকার ভ্যালেন্সিয়াকে তুলে মাঝমাঠের ফুটবলার হোসে আদনিকে নামিয়ে দেন ইকুয়েডর কোচ গুস্তাভো আলফারো। আসলে রক্ষণকে আরও জমাট করার চেষ্টায় এমনটা করেন তিনি। তাঁর চেষ্টা যে সফল তা আর বলার অপেক্ষা রাখে না।