প্রতিবাদে ফুটছে ইরান। কাতারে বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে আবারও প্রতিবাদ জানালেন ইরানিয়ান জনগণ। শুক্রবার ওয়েলসের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে ফতোয়া জারি করেছে দেশ। জাতীয় সঙ্গীত গাইলেন বটে সর্দার আজমুন, মেহদি তারেমিরা। তবে এবার প্রতিবাদে মুখর হল গ্যালারি। শাসকের প্রতি রাগে, ঘৃণায় কেঁদেও ফেললেন বেশ কয়েকজন সমর্থক।
গ্রেপ্তার হয়েছেন ইরানিয়ান ফুটবলার
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানিয়ান ফুটবলাররা। সরকারের বিরুদ্ধে মুখ খোলায় গ্রেপ্তার হতে হল ইরানের ফুটবলার ভোরিয়া ঘাফৌরি। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মুখ খুললেই কড়া শাস্তি পেতে হবে দেশের নাগরিকদের। ইরানে চলা হিজাব-বিরোধী আন্দোলনকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছেন ভোরিয়া। এতেই চটেছে সে দেশের সরকার। তবে কাতারে প্রতিবাদ চালিয়ে গেলেন সমর্থকরা।
কী ভাবে প্রতিবাদ জানালেন ফ্যানরা?
জাতীয় সঙ্গীত গেয়েছেন ইরান ফুটবলাররা। তবে সেই জাতীয় সঙ্গীত চলার সময় গ্যালারিতে নানা ধরনের আওয়াজ করে গেলেন সমর্থকরা। বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানালেন অনেকেই।
কেঁদে ফেললেন সমর্থকরা
জাতীয় সঙ্গীতের পর বেশ কয়েকজন সমর্থককে কাঁদতে দেখা যায়। দেশের পতাকা হাতে নিয়েই কেঁদে ফেলেন তাঁরা। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
জিততেই হবে ইরানকে
প্রথম ম্যাচে ০-৬ গোলে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর ওয়েলসের বিরুদ্ধে জিততেই হবে ইরানকে। অন্যদিকে জিততে হবে গ্যারেথ বেলদেরও। কারণ প্রথম ম্যাচে জয় পায়নি তারাও। ১-১ গোলে আমেরিকার বিরুদ্ধে ড্র করে ওয়েলস। ফলে ইরানের বিরুদ্ধে ম্যাচে জিততে না পারলে শেষ ষোলয় যাওয়া অনিশ্চিত হয়ে যাবে।