Advertisement

FIFA World Cup 2022 Argentina vs Saudi Arabia Match Score Update: সৌদি আরবের কাছে হার মেসির আর্জেন্টিনার, বিশ্বকাপের প্রথম অঘটন

Aajtak Bangla | কলকাতা | 22 Nov 2022, 5:39 PM IST

৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছে আর্জেন্টিনা। বারবার আক্রমণ করছে তাঁরা। ১০ মিনিটে স্পট কিক থেকে গোল করে গেলেন মেসি। ব্যবধান বাড়ানোর চেষ্টায় আর্জেন্টিনা।

পিছিয়ে পড়ল আর্জেন্টিনা পিছিয়ে পড়ল আর্জেন্টিনা

ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল মেসির আর্জেন্টিনা। ১০ মিনিটের মাথায় গোল করে গেলেন মেসি। পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে গেল আর্জেন্টিনা। ফিরতে পারবে সৌদি আরব?

5:37 PM(2 years ago)

হেরে গেল আর্জেন্টিনা

Posted by :- Jagrick Dey

প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারলেন মেসিরা। 

5:24 PM(2 years ago)

৬ ডিফেন্ডার নিয়ে ডিফেন্স করছে সৌদি

Posted by :- Jagrick Dey

শেষ কিছু মিনিট কাটিয়ে দেওয়ার চেষ্টায় সৌদি আরব। 

5:18 PM(2 years ago)

সুযোগ নষ্ট করছেন মেসি

Posted by :- Jagrick Dey

চাপ বাড়ছে আর্জেন্টিনার। ৮৫ মিনিটে ওপেন চান্স থেকে গোল করতে ব্যর্থ মেসি।  

4:58 PM(2 years ago)

দারুণ সেভ মহম্মদ আল-ওয়াইসের

Posted by :- Jagrick Dey

গোল করে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল আর্জেন্টিনার কাছে। তবে দারুণ সেভ সৌদি গোলরক্ষকের। 

Advertisement
4:55 PM(2 years ago)

৩ খেলোয়াড় পরিবর্তন করল আর্জেন্টিনা

Posted by :- Jagrick Dey

ক্রিস্তিয়ান রোমেরোর জায়গায় লিসান্দ্রো মার্তিনেস, আলেহান্দ্রো দারিও গোমেজের জায়গায় হুলিয়ান আলভারেজ। আর লিয়েনড্রো প্যারেডেসের জায়গায় এনসো ফের্নান্দেস। 

4:49 PM(2 years ago)

এগিয়ে গেল সৌদি আরব

Posted by :- Jagrick Dey

এবার গোল করে গেলেন সালেম আল-দাউসারি। দূর থেকে শট করে বল জালে জড়ালেন তিনি। ২-১ গোলে এগিয়ে তারা।  
 

 

4:43 PM(2 years ago)

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

Posted by :- Jagrick Dey

খেলা শুরু হতেই গোল দিল সৌদি আরব। সালেহ আলশেহরির গোলে সমতা ফেরাল তারা। 

4:23 PM(2 years ago)

প্রথমার্ধ শেষ

Posted by :- Jagrick Dey

মেসির করা একমাত্র গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়িয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন মেসিরা।  

4:17 PM(2 years ago)

মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে আসছে সৌদি আরব

Posted by :- Jagrick Dey

কম হলেও মাঝে মধ্যেই ভয় ধরাচ্ছে সৌদি আরব। দক্ষতার অভাবে সমতা ফেরাতে পারছে না তারা। তবে একটুও জমি ছাড়তে নারাজ আরবিয়ানরা। 

Advertisement
4:15 PM(2 years ago)

সুযোগ পেয়েও গোল করতে পারল না আর্জেন্টিনা

Posted by :- Jagrick Dey

ফ্রি কিক পেয়ে গেলেও গোল করতে পারল না আর্জেন্টিনা। দ্রুত ইন্সুরেন্স গোল তুলে নিতে মরিয়া আর্জেন্টিনা। 

4:13 PM(2 years ago)

সৌদি ডিফেন্স নাড়িয়ে দিচ্ছেন মেসি

Posted by :- Jagrick Dey

প্রত্যাশা মতোই দারুণ ছন্দে মেসি। আবারও গোল পাবেন? ফ্রিকিক পেয়েছে আর্জেন্টিনা। 

4:07 PM(2 years ago)

আবারও অফসাইড

Posted by :- Jagrick Dey

ফের বাতিল হল গোল। বারে বারে  মার্টিনেজ-মেসিকে অফসাইডের ফাঁদে ফেলছেন সৌদি আরবের ডিফেন্ডাররা। 

4:02 PM(2 years ago)

আবার গোল নাকচ

Posted by :- Jagrick Dey

বারে বারে গোলের মুখ খুললেও অফ সাইড ট্র্যাপ থেকে বাঁচতে পারছে না মেসিরা। এবার লাওতারো মার্টিনেজ গোল করলেও VAR চেক করে গোল বাতিল করেন রেফারি। 

3:59 PM(2 years ago)

গোল

Posted by :- Keshwanand

 

 

 

Advertisement
3:55 PM(2 years ago)

বাতিল হল গোল

Posted by :- Jagrick Dey

মেসি আবারও গোল দিয়ে দিয়েছিলেন। তবে অফ সাইডের কারণে রেফারি সেই গোল বাতিল করে দিলেন। 

3:49 PM(2 years ago)

ম্যাচের শুরুতেই গোল মেসির

Posted by :- Jagrick Dey

পেনাল্টি থেকে গোল করে ফেললেন মেসি। 
 

 

Advertisement