scorecardresearch
 

FIFA World Cup 2022: আর্জেন্টিনার অনুশীলনে নেই মেসি-দি মারিয়া, কেন?

FIFA World Cup 2022: শুধু মেসি নয়, অনুশীলনে গরহাজির ছিলেন প্রস্তুতি ম্যাচে দুই গোল করা দি মারিয়াও। ফলে মেসিদের নিয়ে চিন্তা বেড়ে গেল গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের। যদিও মনে করা হচ্ছে, বিশ্রাম দেওয়ার জন্যই অনুশীলনে ডাকা হয়নি মেসি-দি মারিয়াকে। 

Advertisement
মেসি ও দি মারিয়া মেসি ও দি মারিয়া
হাইলাইটস
  • চোট সমস্যায় আর্জেন্টিনা?
  • অনুশীলনে নেই মেসি-দি মারিয়া

বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হওয়ার আগেই সমস্যায় আর্জেন্টিনা (Argentina)। একাধিক তারকার চোট পাওয়ার খবরের মাঝেই, শুক্রবারের অনুশীলনে দেখা গেল না লিওনেল মেসিকে (Lionel Messi)। শুধু মেসি নয়, অনুশীলনে গরহাজির ছিলেন প্রস্তুতি ম্যাচে দুই গোল করা দি মারিয়াও (Angel di Maria)। ফলে মেসিদের নিয়ে চিন্তা বেড়ে গেল গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের। যদিও মনে করা হচ্ছে, বিশ্রাম দেওয়ার জন্যই অনুশীলনে ডাকা হয়নি মেসি-দি মারিয়াকে। 

বিশ্বকাপের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন https://bangla.aajtak.in/sports/fifa-football-world-cup-2022-এ।  

শুক্রবার সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলনে নামে আর্জেন্টিনা। বৃহস্পতিবার রাতে অনুশীলনে দলের সঙ্গে এসেছিলেন মেসি। যদিও মাঠে কয়েকপাক হেঁটে বেড়াতে দেখা যায় তাঁকে। তবে এ দিন অনুশীলনেই দেখা যায়নি মেসিকে। বিশ্বকাপের জন্য সন্ধ্যা ৬টা থেকে অনুশীলন হওয়ার কথা থাকলেও বিকেল চারাটে থেকে দল নিয়ে নেমে পড়েন স্কালোনি। 

আরও পড়ুন: আর্জেন্টিনা নয়, বিশ্বকাপে বারবার আধিপত্য দেখিয়েছে এই ৩ দেশ

আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, 'এই শক্ত মাঠে অনুশীলন করলে ফুটবলাররা চোট পেতে পারেন। তাই জল দেওয়া হয়েছে। যাতে মাঠ কিছুটা নরম হয়। মেসিরা টানা ম্যাচ খেলে ক্লান্ত। ওঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই জল দেওয়া হয়েছে।''

আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চ কাঁপাতে আসছেন নোরা-শাকিরা, কী ভাবে দেখবেন অনুষ্ঠান?

মেসিকে প্রথমবার কাছ থেকে দেখতে ছুটে এসেছিলেন প্রচুর ভক্ত। তবে মেসি অনুশীলনে না নামায় তাঁরা হতাশ। তবে প্রশ্ন উঠতে মেসি, দি’মারিয়া কেন অনুশীলন করলেন না? কেন দেখা গেল না লিসান্দ্রো মার্তিনেসকে। চোট ত্যেছে কি? থকলেও কোথায় চোট? ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে আদৌ খেলতে পারবেন তাঁরা? আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের সদস্যদের এক জন বললেন, ‘‘মেসির কোনও সমস্যা নেই। ও সম্পূর্ণ সুস্থ। ক্লান্ত বলে বিশ্রাম নিচ্ছেন।’’ আবার কেউ জানান, মেসি মাঠে নয়, বিশ্ববিদ্যালয়ের জিমে অনুশীলন করছেন। শনিবার থেকে হয়তো মাঠে নামবেন। দি’মারিয়া ও লিসান্দ্রোর কী সমস্যা? সে ব্যাপারে কিছুই বলতে চাইলন না কেউ।  
        

Advertisement

Advertisement