FIFA World Cup 2022 Portugal vs Uruguay Update: নায়ক ব্রুনো ফার্নান্দেজ, উরুগুয়েকে ২-০ গোলে উড়িয়ে নকআউটে রোনাল্ডোরা

FIFA World Cup 2022: ইতিমধ্যেই প্রথম ম্যাচ জিতে গিয়েছে পর্তুগাল। উরুগুয়ের বিরুদ্ধে জিততে পারলে শেষ ১৬-তে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করে কিছুটা চাপে উরুগুয়ে। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলতে হবে তাদের।

Advertisement
নায়ক ব্রুনো ফার্নান্দেজ, উরুগুয়েকে ২-০ গোলে উড়িয়ে নকআউটে রোনাল্ডোরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
হাইলাইটস
  • গোল করতে পারবেন রোনাল্ডো?
  • জিতলেই পরের রাউন্ডে পর্তুগাল

FIFA World Cup 2022: ইতিমধ্যেই প্রথম ম্যাচ জিতে গিয়েছে পর্তুগাল। উরুগুয়ের বিরুদ্ধে জিততে পারলে শেষ ১৬-তে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করে কিছুটা চাপে উরুগুয়ে। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলতে হবে তাদের। 

হ্যাটট্রিক পেতে পারতেন ব্রুনো

তৃতীয় গলো করে ফেলতে পারতেন ব্রুনো। ম্যাচের শেষদিকে তাঁর শট বারে লেগে বাইরে চলে যায়। 

পেনাল্টি থেকে গোল 

ব্যবধান বাড়িয়ে ফেললেন ব্রুনো ফার্নান্দেজ। উরুগুয়েকে ২-০ গোলে উড়িয়ে নকআউটে পর্তুগাল।  

সুযোগ হারাল উরুগুয়ে

৭৪ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ম্যাক্সিমিলিয়ানোর শট বারে লেগে প্রতিহত হয়। বল গোলে থাকলে সমস্যা হতে পারত পর্তুগালের জন্য।  

গোল

অসাধারণ গোলে পর্তুগালকে এগিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেজ। বাঁ দিক থেকে ভেসে আসা ব্রুনো ফার্নান্দেজের সেন্টারে ফ্লিক করার চেষ্টা করেন সিআর সেভেন। তবে তাঁর মাথায় না লাগলেও বল গোলে ঢুকে যায়।    

প্রথমার্ধের খেলা শেষ

বারেবারে সুযোগ পেয়েও গোল করতে পারেনি পর্তুগাল। ৭০ শতাংশ বল পজেশন নিয়েও কাজের কাজ হয়নি। দুটো সহজ সুযোগ মিস করে উরুগুয়েও। 

গোল মিস

গোল করে যেতে পারতেন বেনটেঙ্কোর। কোনও মতে তাঁর শট সেভ করেন গোলরক্ষক ডিয়োগো কস্তা। এগিয়ে এসে পরিস্থিতি সামলে দেন তিনি। বারবার সমস্যা হচ্ছে পর্তুগিজ ডিফেন্সে।  

৩০ মিনিট খেলা হয়ে গিয়েছে

এখনও গোল করতে পারেনি কোনও দল। আক্রমণে ঝাঁজ বাড়াচ্ছে পর্তুগাল

সুযোগ এসে গিয়েছিল পর্তুগালের সামনে

১৮ মিনিটে প্রথম সুযোগ পায় পর্তুগাল। ফ্রিকিক থেকে গোল করতে পারেননি রোনাল্ডো। 

১০ মিনিট অতিক্রান্ত

গোল করতে পারেনি কোনও দল। ঝাঁজ বাড়াচ্ছে পর্তুগাল। শুজগ পেলেই আক্রমণে উঠে আসছেন কাভানিরাও 

শুরু হয়ে গেল ম্যাচ

দ্রুত গোল তুলে নেওয়াই লক্ষ্য হবে পর্তুগালের। অপরদিকে জিততে হবে উরুগুয়েকে। 

POST A COMMENT
Advertisement