প্রি কোয়ার্টার ফাইনালে দারুণ জয় ব্রাজিলের (Brazil)। দক্ষিণ কোরিয়াকে (South Korea) ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সামনে নেইমাররা (Neymar)। এই ম্যাচের আগে তিতের ছেলেদের উদ্দেশ্যে বার্তা দেন অসুস্থ পেলে (Pele)। ফুটবল সম্রাট ১৯৫৮ সালের বিশ্বকাপের সময়কার একটি ছবি ট্যুইট করেন। সুইডেনে তোলা বিশ্বকাপের সেই ছবি শেয়ার করে ব্রাজিলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে চেয়েছিল। ম্যাচের পরে পেলের দ্রুত আরোগ্য কাম্নার বার্তা দিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
ম্যাচ শুরু হওয়ার আগে পেলে লেখেন, 'আমি হাসপাতালে থেকে খেলা দেখব এবং তোমাদের সমর্থন করব।' পাশাপাশি তিনি আরও লেখেন,'আমরা একসঙ্গে এই যাত্রায় রয়েছি। ব্রাজিলের জন্য আমার শুভকামনা!"
আরও পড়ুন: ৩ পেনাল্টি মিস জাপানের, সামুরাইদের রুখে নায়ক লিভাকোভিচ
খেলতে নেমে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭ মিনিটে ভিনিশিয়াস জুনিয়র গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। ডানদিক থেকে নেইমারের বাড়ানো বল বাঁ দিকে ধরে গোল করে যান ভিনিশিয়াস। এই গোলের পর থেকেই শুরু হয় সেলিব্রেশন। রাফিনহার দাবি যে মিথ্যে নয়, তা বোঝা গেল এদিনই। অসাধারণ কোরিওগ্রাফি। ১০ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। রিচার্লিসনকে ফাউল করেন দঃকোরিয়ার ডিফেন্ডার। পেনাল্টি নিয়ে বিতর্ক থাকলেও স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। চোট সারিয়ে ফেরার পরই গোল করে ফেললেন নেইমার। আরবার দেখা গেল নতুন নাচ।
আরও পড়ুন: কেউ মডেল, কেউ বা ফিটনেস বিশেষজ্ঞ; আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গিনীরাও সুপারস্টার
২৯ মিনিটে রিচার্লিসনের গোলের পর তিতেও যোগ দেন সেলিব্রেশনে। পেনাল্টি বক্সের আগে দারুণ স্কিল দেখালেন রিচার্লিসন। বল জাগলিং করে অনবদ্য পাস খেলে গেলেন তিনি। সেই পাস ফের ধরে গোল করে গেলেন তিনি। ২৯ মিনিটে করা তাঁর গোলের পরেই দেখা গেল দারুণ দৃশ্য। তৃতীয় গোলের পরে পিজিয়ান ডান্সে মেতে উঠলেন ব্রাজিল কোচ তিতে সহ গোটা দল। ৩৭ মিনিটে ফের গোল করে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ দিক থেকে ক্রস ভিনিশিয়াসের। সেই বল ধরে গোল করেন লুকাস পাকেতা। দ্বিতীয়ার্ধে যদিও কিছুটা দুলকি চালে ফুটবল খেলতে থাকে। এই সুযোগে ব্যবধান কমিয়ে ফেলেন পরিবর্ত হিসেবে নামা সেউং-হো পাইক। অসাধারণ গোল করেন তিনি।
ম্যাচের পর 'পেলে' লেখা প্ল্যাকার্ড নিয়ে মাঠের মধ্যে আসেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। সেই ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গ্যালারিতেও দেখা যায় 'গেট ওয়েল সুন পেলে'। লেখা টিফো।