FIFA World Cup 2022 Cristiano Ronaldo: কোচের সঙ্গে মনোমালিন্য, সুইসদের বিরুদ্ধে বেঞ্চে রোনাল্ডো

একের পর এক বিতর্কে জর্জরিত পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কোচ এরিক টেন হ্যাগের (Erik Ten Hag) সঙ্গে মনোমালিন্যের জেরে তাঁকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে হয়েছে। আর এবার জাতীয় দলেও বিতর্কে তিনি।

Advertisement
কোচের সঙ্গে মনোমালিন্য, সুইসদের বিরুদ্ধে বেঞ্চে রোনাল্ডো   ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
হাইলাইটস
  • বেঞ্চে রোনাল্ডো
  • কোচের সঙ্গে সম্পর্ক ভাল নয় রোনাল্ডোর

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বেঞ্চে থেকে শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোট নয় শাস্তি পেতে হয়েছে তাঁকে। কোচের সিদ্ধান্তকে অসম্মান করায় সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বেঞ্চে বসতে হল সিআর সেভেনকে। পর্তুগাল তাদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়েছে। আর সেই ম্যাচে রোনাল্ডোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। তবে কোচের এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি রোনাল্ডো। বিরক্তি প্রকাশ করেন তিনি। এতেই চটে গিয়েছেন পর্তুগাল কোচ।

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন

একের পর এক বিতর্কে জর্জরিত পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কোচ এরিক টেন হ্যাগের (Erik Ten Hag) সঙ্গে মনোমালিন্যের জেরে তাঁকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে হয়েছে। আর এবার জাতীয় দলেও বিতর্কে তিনি। পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস তাঁকে ৯০ মিনিট মাঠে রাখছেন না। কারণ, শেষ  বিশ্বকাপে খেলতে নেমে নিজের সেরা ছন্দে নেই সিআর সেভেন।

আরও পড়ুন: কোচের সঙ্গে তীব্র মনোমালিন্য, সুইৎজারল্যান্ড ম্যাচে খেলবেন না রোনাল্ডো?

এখনও পর্যন্ত একটি মাত্র গোল করতে পেরেছেন তিনি। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পর্তুগাল দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যায়। সেই ম্যাচে রোনাল্ডোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফার্নান্দো স্যান্টোস। তবে কোচের এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি রোনাল্ডো। বিরক্তি প্রকাশ করেন তিনি। এতেই চটে গিয়েছেন পর্তুগাল কোচ।

আরও পড়ুন: রোনাল্ডো নাজারিওকে পিজিয়ান ডান্স শেখালেন রিচার্লিসন, VIRAL VIDEO

দুই দলের প্রথম একাদশ


পর্তুগাল: ডিওগো কস্তা, ডিয়োগো ডালট, পেপে, রুবেন ডায়াস, রাফায়েল গুয়েরেইরো, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিও, বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স, উইলিয়াম কারভালহো, গনকালো রামোস

সুইজারল্যান্ড: ইয়ান সোমার, এডিমিলসন ফার্নান্দেস, ম্যানুয়েল আকানজি, ব্রিল এম্বোলো, রেমো ফ্রেউলার, গ্রানিট জাকা, রিকার্ডো রদ্রিগেজ, ডিজিব্রিল সো, রুবেন ভার্গাস, ফ্যাবিয়ান শেয়ার, জেরদান শাকিরি

Advertisement

POST A COMMENT
Advertisement