Fire at Eden Gardens: বিশ্বকাপের মুখে ইডেনের ড্রেসিং রুমে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্লেয়ারদের সরঞ্জাম

কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তার আগে আগুন লাগল ইডেন গার্ডেন্সে। বুধবার গভীর রাতে সংস্কারের কাজ চলার সময়ই ইডেনের সাজঘরে আগুন লাগে। ঘটনায় উদ্বিগ্ন সিএবি। সংস্কারের কাজ চলার মধ্যেই এই বিপত্তি ঘটে । যারা কাজ করছিলেন তাঁরাই প্রথম আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকলের দু'টি ইঞ্জিন সঙ্গে সঙ্গেই চলে আসে ইডেনে।

Advertisement
বিশ্বকাপের মুখে ইডেনের ড্রেসিং রুমে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্লেয়ারদের সরঞ্জাম


কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তার আগে আগুন লাগল ইডেন গার্ডেন্সে। বুধবার গভীর রাতে সংস্কারের কাজ চলার সময়ই ইডেনের সাজঘরে আগুন লাগে।  ঘটনায় উদ্বিগ্ন সিএবি। সংস্কারের কাজ চলার মধ্যেই এই বিপত্তি ঘটে ।  যারা কাজ করছিলেন তাঁরাই প্রথম আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকলের দু'টি ইঞ্জিন সঙ্গে সঙ্গেই চলে আসে ইডেনে।

এই আগুন সামাল দিতে বেগ পেতে হয়নি দমকল কর্মীদের। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন তাঁরা । জানা গিয়েছে, ক্রিকেটারদের সরঞ্জাম যেখানে থাকে তার ফলস সিলিংয়ে আগুন লেগে গিয়েছিল। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে। তবে বিশ্বকাপের জন্য সংস্কারের কাজ চলাকালীন এই ঘটনা ঘটায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে । আগুন লাগার কারণও খতিয়ে দেখা হচ্ছে। ইডেনে এখন জোরকদমে সংস্কারের কাজ চলছে।  আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন রূপে ইডেনকে সাজিয়ে তোলার কাজ করে ফেলা হবে বলে বিসিসিআই ও আইসিসি-র প্রতিনিধি দলের কাছে কথা দিয়েছেন সিএবি কর্তারা ।  ইতিমধ্যে আইসিসির প্রতিনিধিরা কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট। আগামী মাসে ফের আসবেন তাঁরা কাজের অগ্রিগতি খতিয়ে দেখতে। তার আগে এই বিপত্তি নতুন সমস্যার তৈরি করে দিল।

সবসময়ই ইডেনের অগ্নিনির্বাপক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। যে কোনও ম্যাচ আয়োজনের আগে দমকলের অনুমতি নিতে হয়।  বিশ্বকাপের আয়োজনের ক্ষেত্রেও এই বিষয়টি মাথায় রাখা হয়েছে। এমন আগুন  এরপর লাগলে কী ব্যবস্থা নেওয়া হবে সেটাও আইসিসি ও বোর্ডের যৌথ পরিদর্শক দলের কাছে জানিয়েছেন কর্তারা।  তাঁদের উত্তর পেলে, অগ্নিনির্বাপন সংক্রান্ত রূপরেখা পেশ করা হবে তাঁদের কাছে।

নতুনরূপে ইডেনে ক্রিকেটারদের সাজঘর তৈরি হচ্ছে। সেখানে ক্রিকেটারদের প্রয়োজনীয় নানা ব্যবস্থা হবে ।  আগুন ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে এ ক্ষেত্রে। নজরে পড়তেই কর্মরত কর্মীরা দমকলে খবর দিয়েছেন।  সংস্কারের কাজ করতে গিয়ে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে হচ্ছে। তা অস্থায়ী সংযোগের ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে।  সেখান থেকেই শর্ট সার্কিট হয়েছে বলে মনে করা হচ্ছে।  তবে আপাতত মিটলেও এই ঘটনা হাল্কাভাবে নিচ্ছে না সিএবি ।  বরং কী কারনে ঘটল তা দেখা হচ্ছে। কারন বিশ্বকাপের আগে ব্যবস্থাপনায় কোনও ত্রুটি রাখতে সিএবি রাজি নন। আগুন লাগার খবর পেয়ে রাতেই যুগ্ম সচিব দেবব্রত দাস ছুটে এসেছিলেন ।  তিনিও এই ঘটনায় উদ্বিগ্ন।

Advertisement

POST A COMMENT
Advertisement