ভারতের নাগরিকত্ব চান পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)? তাঁর সম্প্রতি একটি বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোয়েবের কথায়, 'ভারত আমার ভীষণ পছন্দের দেশ। আমি দিল্লি আসা যাওয়া করতেই থাকি। আমার কাছে আধার কার্ডও রয়েছে।'
আসলে কাতারের রাজধানী দোহায় লেজেন্ড ক্রিকেট লিগ চলছে। ব্যাপক জনপ্রিয়তা ও সাফল্যের সঙ্গেই চলছে। ওই ক্রিকেটে শোয়েব একটি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচের পরেই ভারত-প্রেমের কথা ঘোষণা করেন শোয়েব।
'আমার আধার কার্ড রয়েছে'
তাঁর কথায়, 'আমার আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে। আর কীই বা বাকি রইল? আমি চাই, এ বছর এশিয়া কাপ পাকিস্তানেই হোক ও ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হোক। ভারতের মাটিতে খেলা ভীষণ মিস করি। ভারত আমায় অনেক ভালবাসা দিয়েছে। এশিয়ার কাপ পাকিস্তান বা শ্রীলঙ্কায় হওয়া উচিত।'
আরও পড়ুন: Shoaib Akhtar Biopic: বায়োপিক ছেড়ে নির্মাতাদের হুঁশিয়ারি শোয়েবের, সরলেন নায়কও
বিরাটের সেঞ্চুরির তারিফ
সম্প্রতি দীর্ঘ তিন বছর পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। কোহলির পুরনো ফর্ম দেখে ভক্তরাও খুশি। বিরাটের বিষয়ে শোয়েবের বক্তব্য, বিরাটকে ওঁর পুরনো ফর্মে দেখে আশ্চর্য লাগেনি। বিরাট এমনিতেই প্রতিভাবান প্লেয়ার।
লেজেন্ড ক্রিকেটে এক ওভার বল করেন শোয়েব
লেজেন্ড ক্রিকেট লিগে চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ইন্ডিয়া মহারাজ ও এশিয়া লায়ন্স। গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ইন্ডিয়া টিম ১০ উইকেটে জিতেছে। শোয়েব আখতার একটি ওভারই করতে পেরেছেন। তারপর হাঁপাচ্ছিলেন।
আরও পড়ুন: Shoaib Akhtar: ওয়ালেটে বলি অভিনেত্রীর ছবি নিয়ে ঘুরতেন, সেই 'প্রেমিকা'র নাম ফাঁস শোয়েবের
শোয়েব যখন বল করতে আসেন, তখন ওপেনার গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পা ক্রিজে। শোয়েবের ওভারে ১২ রান তুলে নেয় ভারত। ওই একটি ওভার করেই হাঁপাতে হাঁপাতে মাঠ ছাড়েন ৪৭ বছরের শোয়েব আখতার। বলের গতি অতীতের মতো না থাকলেও বয়সের তুলনায় বেশ ফিট শোয়েব।