Virat Kohli Dean Elger: 'বিরাট আমায় থুতু ছিটিয়েছিল,' এলগারের চাঞ্চল্যকর অভিযোগ

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আনলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডিন এলগার (Dean Elger)। তাঁর অভিযোগ বিরাট তাঁর গায়ে থুতু ছিটিয়েছেন। দক্ষিণ আফ্রকা (South Africa) সফরে ভারতের বিরুদ্ধে কিছুদিন আগেই নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন এলগার। মাঠের মধ্যে বিরাটের আগ্রাসী মনোভাবের ফলে, বহু তারকার সঙ্গেই তিনি বিবাদে জড়িয়েছেন। নভিন উল হক বা গৌতম গম্ভীর তাঁর রোষানলে পড়েছেন দেশি-বিদেশি তারকারা।

Advertisement
'বিরাট আমায় থুতু ছিটিয়েছিল,' এলগারের চাঞ্চল্যকর অভিযোগ

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আনলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডিন এলগার (Dean Elger)। তাঁর অভিযোগ বিরাট তাঁর গায়ে থুতু ছিটিয়েছেন। দক্ষিণ আফ্রকা (South Africa) সফরে ভারতের বিরুদ্ধে কিছুদিন আগেই নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন এলগার। মাঠের মধ্যে বিরাটের আগ্রাসী মনোভাবের ফলে, বহু তারকার সঙ্গেই তিনি বিবাদে জড়িয়েছেন। নভিন উল হক বা গৌতম গম্ভীর তাঁর রোষানলে পড়েছেন দেশি-বিদেশি তারকারা।

কী জানালেন এলগার?
অজানা তথ্য ফাঁস করলেন দক্ষিণ আফ্রিকান তারকা ডিন এলগার। ভারত সিরিজেই অবসর নিয়েছেন এলগার। দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক ‘ব্যান্টার উইথ দ্য বয়েজ’ পডকাস্টে বলেছেন, ২০১৫-এ কোহলি কীভাবে তাঁর অশ্রাব্য গালিগালাজ শুধু নয়, তাঁকে থুতুও ছিটিয়েছিলেন। তিনি বলেন, 'ওঁদের বিপক্ষে ক্রিজ আগলে খেলছিলাম। আর কোহলি আমার দিকে থুতু ছেটানোর ভঙ্গি করছিল। আমি ওঁকে বললাম, তুমি থুতু ছেটালে আমি তোমাকে **** (গালাগালি)। পাল্টা ও আমাকে স্থানীয় ভাষায় এক গালি দিল।'

এখানেই থেমে থাকেননি এলগার তিনি বলেন, 'আরসিবিতে ও এবি ডিভিলিয়ার্সের সতীর্থ হওয়ার দু'জনের বন্ধুত্ব রয়েছে। ও সেটা বুঝতে পেরেছিল। আমি ওঁকে বললাম, তুমি এরকমটা করলে আমি * করব। মাঠেই দেব। তারপর ও বলল, তুমি ভুল জায়গায় পাঙ্গা নিয়েছ। আমরা কিন্তু এখন ভারতে রয়েছি। সাবধানে থেকো।'

তবে ক্রিকেট ছাড়ার আগে শেষ টেস্টে দারুণ সম্মান পেয়েছেন ডিন এলগার। টিম ইন্ডিয়ার পক্ষ থেকেই তাঁকে সম্মান জানানো হয়েছিল। কেপটাউন টেস্টে আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার তরফে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। কোহলির তরফেও শ্রদ্ধার ডালি উপুড় করা হয়েছিল। আলিঙ্গন তো বটেই ডিন এলগারের সঙ্গে ম্যাচের পরেই সাক্ষাৎ করে নিজের সই সম্বলিত জার্সি তুলে দিয়েছিলেন কোহলি। তবে অবসরের সেই সুখের মুহূর্ত কাটতে না কাটতেই বিতর্ক হাজির করলেন এলগার।

  

Advertisement

POST A COMMENT
Advertisement