MS Dhoni Car and Bike Collection: 'পুরো শোরুম,' ধোনির বাইক ও গাড়ির কালেকশন দেখালেন প্রসাদ, VIDEO VIRAL

বাইক দারুণ ভালোবাসেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর বিরাট গ্যারেজ দেখে এবার অবাক হয়ে গেলেন ভারতীয় দলের (Team India) প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ ও প্রাক্তন স্পিনার সুনীল যোশী। মাহির বাইকের কালেকশন শুধু নয়, রয়েছে প্রচুর গাড়িও। বিশ্বকাপ জয়ী অধিনায়কের গ্যারেজের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রসাদ। 

Advertisement
'পুরো শোরুম,' ধোনির বাইক ও গাড়ির কালেকশন দেখালেন প্রসাদ, VIDEO VIRALমহেন্দ্র সিং ধোনির গাড়ির কালেকশন (ট্যুইটার)

বাইক দারুণ ভালোবাসেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর বিরাট গ্যারেজ দেখে এবার অবাক হয়ে গেলেন ভারতীয় দলের (Team India) প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ ও প্রাক্তন স্পিনার সুনীল যোশী। মাহির বাইকের কালেকশন শুধু নয়, রয়েছে প্রচুর গাড়িও। বিশ্বকাপ জয়ী অধিনায়কের গ্যারেজের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রসাদ। 

ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই ভিডিও পোস্ট করে প্রসাদ লেখেন, ‘আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ কালেকশন। আর ধোনি নিজেও দুর্দান্ত একজন মানুষ। প্রচুর কিছু অ্যাচিভ করেছে মাহি। মানুষ হিসেবেও দুর্দান্ত।। রাঁচির বাড়িতে ওর গাড়ি আর বাইকের সংগ্রহ দেখলাম। ওর প্যাশন আছে।‘ ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রসাদ শেয়ার করলেও, ভিডিও করেছেন ধোনির স্ত্রী সাক্ষী মালিক। তিনি প্রসাদকে জিজ্ঞাসা করেন, ‘কেমন লাগছে প্রথমবার রাঁচিতে এসে?’ প্রসাদ জানান, ‘রাঁচিতে আমার প্রথমবার আসা নয়। এই নিয়ে আমি চারবার এখানে এলাম। কিন্তু ধোনির বাইকের সংগ্রহ ও গ্যারাজ দেখে আমি অবাক। কারও প্যাশন, ভালবাসা এমন হতে পারে তা ভাবতে পারিনি।' এরপরই প্রসাদ আরও বলেন, 'এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে।'


উল্লেখ্য, ধোনির সংগ্রহে রয়েছে মোট ৫০টি বাইক। তার মধ্যে আছে হার্লে ডেভিডসন ফ্যাট বয়, কাওয়াসাকি নিঞ্জা, ডুকাটি, ইয়াহামা, সুজুকি হায়াবুসার মত বাইকও। ভিডিওতে দেখা গিয়েছে, রাঁচির বাড়িতে ধোনির দোতলা গ্যারেজ। গ্রাউন্ড ফ্লোর ও এক তলায় সার দিয়ে দাঁড় করানো বাইক ও গাড়ি। মূলত গ্রাউন্ড ফ্লোরে রয়েছে গাড়ি। আর ওপরের তলায় বাইকের সারি। 


এই ভিডিও দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেট ফ্যানরা। সাধারণভাবে ধোনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। প্রচারের থেকে দূরে থাকতে ভালোবাসেন মাহি। তবে এই ভিডিও দেখে অবাক ফ্যানরা। এক ভক্ত জানিয়েছেন, ‘ এত গাড়ির চাবি কীভাবে মনে রাখেন ধোনি?’  
 

POST A COMMENT
Advertisement