scorecardresearch
 

Gautam Gambhir: পানমশলার বিজ্ঞাপন করছেন প্রাক্তন ক্রিকেটাররা, ক্ষুব্ধ গম্ভীর বললেন...

পান মশলার বিজ্ঞাপন করা নিয়ে দুই প্রাক্তন ক্রিকেটারের ওপর খেপে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পান মশালা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর সেই পণ্যের বিজ্ঞাপন কেন করছেন ভারতীয় দলের প্রাক্তন তারকারা? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর।

Advertisement
গম্ভীর গম্ভীর

পান মশলার বিজ্ঞাপন করা নিয়ে দুই প্রাক্তন ক্রিকেটারের ওপর খেপে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পান মশালা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর সেই পণ্যের বিজ্ঞাপন কেন করছেন ভারতীয় দলের প্রাক্তন তারকারা? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর।


কপিল দেব (Kapil Dev), সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), বীরেন্দ্র সেহওয়াগ, ক্রিস গেলদের একটি পানমশলার বিজ্ঞাপন করতে দেখা যায়। সেটাই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন ওপেনার। যে বিজ্ঞাপনটি কপিলরা করেন সেখানে ‘সিলভার কোটেড এলাচ’ খেতে দেখা যায়। যদিও ওই সংস্থা জনপ্রিয় পানমশলার জন্যই। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘আমি কোনোদিন ভাবতে পারিনি ক্রিকেটারেরা পানমশলা সংস্থার বিজ্ঞাপন করবেন। এটা একেবারে হতাশাজনক। আমি তাই বার বার বলি, কাউকে নায়কের আসনে কাউকে বসানোর আগে ভাবনাচিন্তা করা উচিত। সমাজের কাছে কী বার্তা দিচ্ছেন তাঁরা?’ গম্ভীর এক বারের জন্যেও কারও নাম করেননি। কিছুদিন ধরেই গাভাস্কারদের ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। 


গম্ভীর আরও বলেন, ‘এক জন মানুষ বিখ্যাত হন তাঁর কাজের জন্য। কোটি কোটি বাচ্চারা ওই বিজ্ঞাপন দেখছে। টাকা এতটাও বড় হতে পারে না যে, পানমশলার বিজ্ঞাপন করতে হবে। আরও অনেক উপায় আছে টাকা উপার্জন করার। এমন কাজ করার চেয়ে টাকার লোভ সামলানো উচিত।‘

আরও পড়ুন: 'ভারত ODI বিশ্বকাপের ফাইনাল খেলবে, টেস্ট অধিনায়কত্ব ছাড়া বিরাটের নিজস্ব সিদ্ধান্ত': সৌরভ


ভারতীয় দলের প্রক্তন ওপেনারকে আরও বলতে শোনা যায়, পানমশলার বিজ্ঞাপন করার প্রস্তাব তাঁর কাছেও এসেছিল। কিন্তু তিনি তা করেননি। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব ছাড়ার পরে তাঁর কাছে প্রস্তাব এসেছিল বলে দাবি করেছেন গম্ভীর। তাঁকে ৩ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। গম্ভীর বলেন, ‘আমি টাকাটা নিতেই পারতাম। কিন্তু করিনি। আমি জানি আমার কী করা উচিত, কী করা উচিত নয়।‘ পানমশলার বিজ্ঞাপন করার প্রস্তাব এসেছিল সচিন তেন্ডুলকরের কাছেও। ২০-৩০ কোটি টাকা পেতে পারতেন তিনি।

Advertisement

আরও পড়ুন: শুভমনকে কড়া শাস্তি দিল আইসিসি, বাদ গেলেন না রোহিতরাও

এমনটাই জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘ সচিন তেন্ডুলকরকেও ২০-৩০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল পানমশলার বিজ্ঞাপন করার জন্য। কিন্তু সচিন তা করেননি। ও বাবাকে কথা দিয়েছিল, এমন কোনও কিছুর সঙ্গে তিনি যুক্ত হবে না, সেই কথা সচিন রেখেছে। এই কারণেই ও এত মানুষের নায়ক।‘    
   
 

Advertisement