scorecardresearch
 

Gautam Gambhir On India VS Pakistan: 'ওরা জিতলে তা অঘটন', ভারত vs পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক গম্ভীর

ভারত-পাকিস্তানের (India VS Pakistan) ম্যাচে বাবর আজমরা জিতলেই তা নাকি 'অঘটন'। এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। মহম্মদ রিজওয়ানদের একেবারেই গুরত্ব দিচ্ছেন না গম্ভীর। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার দাবি করেন ভারত-পাকিস্তান নয়, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচ নিয়ে এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা অনেক বেশি উত্তেজিত থাকেন। যদিও অনেকের দাবি, বরাবরের মতো এবারও গম্ভীর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করেছেন।

Advertisement
ভারত-পাকিস্তান ভারত-পাকিস্তান
হাইলাইটস
  • ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গম্ভীর
  • রোহিতদের এগিয়ে রাখলেন গম্ভীর

ভারত-পাকিস্তানের (India VS Pakistan) ম্যাচে বাবর আজমরা জিতলেই তা নাকি 'অঘটন'। এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। মহম্মদ রিজওয়ানদের একেবারেই গুরত্ব দিচ্ছেন না গম্ভীর। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার দাবি করেন ভারত-পাকিস্তান নয়, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচ নিয়ে এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা অনেক বেশি উত্তেজিত থাকেন। যদিও অনেকের দাবি, বরাবরের মতো এবারও গম্ভীর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করেছেন।

গম্ভীর বলেন, 'আমি জানি অতীতে ভারতকে অনেকবার হারিয়েছে পাকিস্তান। তবে সাম্প্রতিক কালে ভারতীয় দলের পারফরম্যান্স পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। রোহিত শর্মারা জিতলে সেটা খবর নয়। উল্টে পাকিস্তান যদি ভারতীয় দলকে হারিয়ে দেয় তা হলে সেটাই খবর। কারণ সেটা অঘটন। আমার কাছে ভারত-পাক ম্যাচের কোনও গুরুত্বই নেই।' 

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উন্মাদনা এখন অনেক বেশি বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার। গম্ভীর বলেন, 'ক্রিকেটীয় দিক থেকে বিচার করলে এই মুহূর্তে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের গুরুত্ব অপরিসীম। যারা নিখাদ ক্রিকেটপ্রেমী, তাঁরা কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেই ভোট দেবেন।'

আরও পড়ুন

১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ দাপটের সঙ্গে খেলেছেন গম্ভীর। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর, ২০১১ সালেও একদিনের বিশ্বকাপ জিতেছেন তিনি। দুই বিশ্বকাপের ফাইনালেই দারুণ ব্যাট করেছিলেন গম্ভীর। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেই দারুণ ব্যাটিং করেন তিনি। মাত্র ৫৮ বলে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৫ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ সালের একদিনের বিশ্বকাপে ৯৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
 
আইপিএল-এও দারুণ রেকর্ড রয়েছে গম্ভীরের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন। ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অধিনায়ক হিসেবে দুবার কেকেআর-কে আইপিএল জিতিয়েছিলেন। এহেন গম্ভীরকে এবার কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় দেখা যাবে।    

Advertisement

তবে গম্ভীর যাই বলুন, পরিসংখ্যানের হিসেবে ভারতের থেকে বেশ কিছুটা এগিয়ে পাকিস্তান। বিশেষত টেস্ট বা একদিনের ক্রিকেটে। ৫৯টি টেস্টের মধ্যে মাত্র ৯টি ম্যাচ জিতেছে ভারত। পাকিস্তানের জয় ১২টি ম্যাচে। একদিনের ক্রিকেটেও জয়ে হিসেবে এগিয়ে পাকিস্তান। মোট ১৩৫টি ম্যাচে পাকিস্তান জিতেছে ৭৩টি। সেখানে ভারতীয় দল জিতেছে ৫৭টি ম্যাচে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে অনেকটা এগিয়ে ভারত। মোট ১২টি ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে মাত্র ৩বার। সেখানে টিম ইন্ডিয়া ৮টি ম্যাচে জয় পেয়েছিল।

Advertisement