Gautam Gambhir: 'IPL-র টাকায় রোজ ৫ হাজার লোককে খাওয়াই', মুখ খুললেন BJP MP গম্ভীর

গৌতম গম্ভীর পূর্ব দিল্লির সাংসদ। তা সত্ত্বেও আইপিএলে মোটা অর্থ কামাতে যুক্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে। তাহলে সাধারণ মানুষের জন্য কি সময় নেই সাংসদের?

Advertisement
'IPL-র টাকায় রোজ ৫ হাজার লোককে খাওয়াই', জবাব গম্ভীরেরগৌতম গম্ভীর- ফাইল ছবি।
হাইলাইটস
  • গৌতম গম্ভীর পূর্ব দিল্লির সাংসদ। তা সত্ত্বেও আইপিএলে মোটা অর্থ কামাতে যুক্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে।
  • তাহলে সাধারণ মানুষের জন্য কি সময় নেই সাংসদের?
  • জবাব দিলেন বিজেপি সাংসদ।

তিনি সাংসদ। অথচ নিজের কেন্দ্রের ভোটারদের প্রতি দায়িত্ব পালন না করে চলে গেলেন আইপিএলে দল সামলাতে? অভিযোগের অভিমুখ দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এর আগে ধারাভাষ্য দিয়েও এমন বিতর্কে জড়িয়েছিলেন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টসের ডাগআউটে বসে রণনীতি তৈরি করেছিলেন গম্ভীর। এনিয়ে তীর্যক মন্তব্যের জবাব দিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।   

গৌতম গম্ভীর পূর্ব দিল্লির সাংসদ। তা সত্ত্বেও আইপিএলে মোটা অর্থ কামাতে যুক্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে। লখনউ জায়ান্টসের মেন্টর তিনি। ধারাভাষ্যের পাশাপাশি নিজের কলামও লেখেন। তাহলে সাধারণ মানুষের জন্য কি সময় নেই সাংসদের? সাংবাদিক বৈঠকে মুখ খুললেন গম্ভীর। তিনি বলেন, আইপিএলের টাকায় কী করি সেটা জেনে এসব বললে ভাল হয়। এক মাসে ৫ হাজার জনকে বিনামূল্যে খাওয়াই। খরচ হয় ২৫ লক্ষ টাকা। বছরে লাগে ২.৭৫ কোটি। গ্রন্থাগার তৈরি করতে আমার ২৫ লক্ষ টাকা লেগেছে। এসব সাংসদ তহবিলের অর্থ থেকে হয় না। ৫০০০ জনকে ওই টাকায় খাওয়াচ্ছি না।'

তিনি আরও বলেন,'অভাবী মানুষকে খাওয়ানো এবং একটি গ্রন্থাগার তৈরি করার জন্য আমাকে কাজ করতে হবে। বলতে লজ্জা নেই যে আমি আইপিএলে ধারাভাষ্য করি।  এর পেছনে আরও বড় উদ্দেশ্য রয়েছে। যদি সৎভাবে উপার্জন করে জনসাধারণের জন্য বিনামূল্যে খাবার, লাইব্রেরি, স্মোগ টাওয়ার স্থাপন করা ভুল হয়, তাহলে আমি আমি ভুল করব বারবার!'

সাংসদ হিসেবে অভাবীদের জন্য জন-রসোই শুরু করেছেন গৌতম গম্ভীর। তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এক টাকায় মানুষকে খাবার দেওয়া হয়। তিনি জানান,'আমি নিজের কেন্দ্রের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছি। ক্রিকেট তো ভালবাসা। আইপিএলের টাকায় নিজের জন্য কোনও কাজ করি না।'   

বলে রাখি, সদ্য সমাপ্ত আইপিএলে গৌতম গম্ভীর লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন। এর আগে আইপিএল এবং ভারতের ম্যাচে তাঁকে হিন্দি ও ইংরেজি ধারাভাষ্য করতেও দেখা গিয়েছে। গৌতম গম্ভীর ২০১৯ সালের বিজেপির টিকিটে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছিলেন। 

Advertisement

আরও পড়ুন- 'হানিমুনে পিঠের খেয়াল রেখো', দীপক চাহারকে সাবধানবাণী

POST A COMMENT
Advertisement