BBL: তিনবার হ্যাটট্রিক করে অস্ত্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত গুরিন্দর

আন্তর্জাতিক মঞ্চে খুব বেশি পরিচিত না হলেও অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে তাঁর। সেই সময় নিয়েছিলেন অজিঙ্ক রাহানে উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে আরো একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন গুরিন্দর। সেই সময় ইয়ান বেল ও ইয়ন মর্গানের উইকেট নিয়েছিলেন তিনি।

Advertisement
BBL: তিনবার হ্যাটট্রিক করে অস্ত্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত গুরিন্দর নজির গড়ে উচ্ছ্বসিত গুরিন্দর
হাইলাইটস
  • তিনবার হ্যাটট্রিক করেছেন গুরিন্দর
  • অজিঙ্ক রাহানেকে আউট করেছিলেন গুরিন্দর

বিগ ব্যাশ লিগে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার গুরিন্দর সান্ধু। বিগ ব্যাশ লিগে( BBL) তিনবার হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের তিনিই প্রথম ক্রিকেটার যার লিস্ট এ ক্রিকেটে তিনটি হ্যাটট্রিক রয়েছে। প্রথমবার ২০১৮ সালে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তারপর গত বছর নভেম্বরে দ্বিতীয় বার হ্যাটট্রিক করেন আর এবার বিগ ব্যাশ লিগে বৃহস্পতিবার তৃতীয় হ্যাটট্রিক করে ফেললেন ভারতীয় বংশোদ্ভূত বাঁ হাতি এই বোলার।
ভারতের বিরুদ্ধে উইকেট রয়েছে গুরিন্দরের 
আন্তর্জাতিক মঞ্চে খুব বেশি পরিচিত না হলেও অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে তাঁর। সেই সময় নিয়েছিলেন অজিঙ্ক রাহানে উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে আরো একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন গুরিন্দর। সেই সময় ইয়ান বেল ও ইয়ন মর্গানের উইকেট নিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার সিডনি থান্ডার্সের হয়ে খেলছিলেন গুরিন্দর। পার্থ স্কচার্সের বিরুদ্ধে। চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। যার মধ্যে রয়েছে হ্যাটট্রিকও। যার কারনে ম্যাচের সেরা ও নির্বাচিত হয়েছেন গুরিন্দর।
কী ভাবে এল এই হ্যাটট্রিক
পার্থের ইনিংসের দ্বাদশ ওভারের শেষ বলে কলিন মুনরোকে আউট করেন গুরিন্দর। তাঁর স্লো বল কাট করতে গিয়ে এক্সট্রা কভারে থাকা বেন কাটিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন মুনরো। এরপর ১৬ তম ওভারের প্রথম দুই বলেই অ্যারন হার্ডলে ও লরি ইভান্সের উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন এই পেসার। ফের স্লো বলে ছয় মারতে গিয়ে গিলকেসের হাতে ক্যাচ দেন অ্যারন হার্ডলি। পরের বলে ফের স্লোয়ার করে সাফল্য পান গুরিন্দর। লেগের দিকে ছয় মারতে গিয়ে স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে বসেন ইভান্স। এর আগেই পঞ্চম ওভারের দ্বিতীয় বলে কুর্তিস প্যাটারসনকে আউট করেছিলেন গুরিন্দর।  
খুশী গুরিন্দর
ম্যাচের শেষে  নিজের বোলিং নিয়ে উচ্ছ্বসিত গুরিন্দর বলেন, ''হ্যাটট্রিক করতে পেরে অবশ্যই খুব ভাল লাগছে। দলের জয়ে অবদান রাখতে পেরেছি। খুব ভাল জয়, আমি খুশী। গত বছর ফিরে গিয়েছিলাম। ভাবিনি আবার ফিরে আসতে পারব। ম্যাচ জিততে পারলে নিজের প্রতি আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। বারেবারেই আমাদের দলের কেউ না কেউ ভাল খেলে ম্যাচ জিতিয়ে দেয়। এটা সত্যি একটা দারুন ব্যাপার।''

Advertisement

POST A COMMENT
Advertisement