বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ম্যাচে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ট্রোল হওয়া থেকে বাঁচালেন বিরাট কোহলি (Virat Kohli)। হার্দিক যখন ব্যাট করতে নামছেন তখন স্টেডিয়ামের প্রায় সকলেই তাঁর উদ্দেশ্য করে ‘booh’ শব্দ করে টিটকারি করতে থাকে। তিনি দলের ক্যাপ্টেন। এই দৃশ্য দেখে সবাই চুপ করে থাকলেও চুপ থাকেননি বিরাট কোহলি। একমাত্র তিনিই হার্দিকের পাশে দাঁড়ালেন। আর তাতেই মন জয় করে নিলেন কিং কোহলি।
তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি দর্শকদের উদ্দেশ্যে ইঙ্গিত করে বোঝালেন যা হচ্ছে সেটা ঠিক নয়, কী হচ্ছে এটা? বিরাটের কথাতেই গোটা ওয়াংখেড়ে নিমিষে বদলে যায় এবং হার্দিক হার্দিক স্লোগান দিতে থাকে। এছাড়াও কোহলি তাঁর নিজের জার্সি উপর হাত দেখিয়ে বোঝাতে চান যে হার্দিক তাদের দেশের হয়েও খেলেন, তাই এরম আচরণ অনভিপ্রেত। ম্যাচ শেষে হার্দিককে বুকে টেনেও নেন কোহলি।
টসে জিতে মুম্বই ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দু প্লেসি ৬১(৪০), রজত পাতিদার ৫০(২৬) এবং দীনেশ কার্তিকের ৫৩(২৩) ব্যাটে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে ব্যাঙ্গালোর। বিরাট মাত্র ৩ রান করেই সাঝঘরে ফেরেন। কিন্তু মম্বইয়ের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে টিকতেই পারল না ব্যাঙ্গালোরের বোলিং অ্যাটাক। সিরাজ, আকাশদীপ, টপলে, ম্যাক্সওয়েল সকলকেই পিটিয়ে ছাতু করেছেন মুম্বইয়ের ব্যাটাররা। ঈশান কিশান ৬৯(৩৪), রোহিত শর্মা ৩৮(২৪), সূর্যকুমার ৫২(১৯) রান করেন। মাত্র ৬ বলে ২১ রান করে শুধু দলের জয় এনে দেওয়া নয়, রান রেটও ভাল জায়গায় নিয়ে যান হার্দিক। মাত্র ১৫.৩ ওভারে ২৭ বল বাকি থাকতে এবং সাত উইকেট হাতে থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই।
ব্যঙ্গালরের পরের ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে তাদের ঘরের মাঠে আগামী ১৫ তারিখ। মুম্বই তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১৪ তারিখ ওয়াংখেড়েতে, প্রতিপক্ষ চেন্নাই।