scorecardresearch
 

Asia Cup 2023 India vs Pakistan: ইশানকে আউট করে হ্যারিসের অঙ্গভঙ্গি, ভারত-পাক ম্যাচে মারাত্মক অভিযোগ

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। সেই ম্যাচেই বিতর্ক তৈরি হল, হ্যারিস রাউফের আচরণ নিয়ে। 

Advertisement
ইশান কিশান ও হ্যারিস রাউফ ইশান কিশান ও হ্যারিস রাউফ

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। সেই ম্যাচেই বিতর্ক তৈরি হল, হ্যারিস রাউফের আচরণ নিয়ে। 
 

কী করেছিলেন পাকিস্তান পেসার?
পঞ্চম উইকেটে ১৩৮ রানের বেশি পার্টনারশিপ ভেঙে যায় ঈশান কিষান আউট হওয়ায়। ৩৮ তম ওভারে ভারতের উইকেটকিপার ব্যাটার আউট হন হ্যারিস রউফের বলে। বড় শট খেলতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ তুলে তিনি আউট হন। এরপর ইশান কিষানকে লক্ষ্য করে অপমানজনক অঙ্গভঙ্গি করেন হ্যারিস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। দেখা যায় ঈশান যখন আউট হন তখন হ্যারিস তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন হাত দেখিয়ে।ইশানকে বারবার আউট করার চেষ্টা করেও করতে পারেননি, ফলে বিরক্ত হয়ে গিয়েছিলেন পাক বোলাররা। তারপরই তিনি খারাপ ব্যবহার করেন। 


একদিকে দুই দলের প্লেয়ারদের মধ্যে যেখানে ভালো সম্পর্ক তুলে ধরা হয় সেই সময় হ্যারিস রউফের এই খারাপ ব্যবহার শিরোনামে উঠে এসেছে। রাউফের এই অঙ্গভঙ্গি ১৯৯৬ সালের বিশ্বকাপের স্মৃতি আরও একবার টাটকা হয়ে গেল। পাকিস্তানের আমির সোহেল ভারতের ভেঙ্কটেশ প্রসাদের বলে চার মারেন এক্সট্রা কভারের উপর দিয়ে। প্রসাদ এগিয়ে আসতেই তাঁকে বল বাউন্ডারির বাইরে থেকে কুড়িয়ে আনতে বলেন। পরের বলেই বোল্ড হয়ে যান পাক ব্যাটার আমির সোহেল। সেই সময় আবার তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে বলেন। সেই সময়ও এই ঘটনা নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছিল।


ভারত প্রথমে ব্যাট করতে নেমে সমস্ত উইকেট হারিয়ে ২৬৬ রান করে। ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর আর কেউ তেমন রান করতে পারেননি। এই ম্যাচে চার উইকেট তুলে নেন  হ্যারিস রউফ নেন তিনটে উইকেট। নাসিম শাহও একই সংখ্যক উইকেট নেন। শাহিন আফ্রিদি নেন ৪টে উইকেট। তিন সিমার সবকটি উইকেট নেন। স্পিনাররা উইকেট পাননি। পাকিস্তান যদিও দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছিল এই ম্যাচে। গত ম্যাচে নেপালের বিরুদ্ধে স্পিনাররা সুবিধা করেছিলেন। 
 

আরও পড়ুন

Advertisement

Advertisement