Harmanpreet Kaur: স্ট্যাম্প ভাঙায় ক্যাপ্টেন হরমনপ্রীতের বিরুদ্ধে পদক্ষেপ, কী শাস্তি হল?

ভারতীয় মহিলা ক্রিকেট দল বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলেছে। এই সিরিজ বেশ উত্তেজনাপূর্ণ এবং বিতর্কিতও হয়ে উঠল একেবারে শেষ ম্যাচে। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই জিতেছে ১-১ ব্যবধানে। যদিও তৃতীয় ওয়ানডে ম্যাচটি টাই হয়। তবে হরমনপ্রীত আউট হওয়ার পর স্ট্যাম্প ভাঙায় বিতর্ক আরও বেড়ে যায়।

Advertisement
স্ট্যাম্প ভাঙায় ক্যাপ্টেন হরমনপ্রীতের বিরুদ্ধে পদক্ষেপ, কী শাস্তি হল?হরমনপ্রীত কৌর

ভারতীয় মহিলা ক্রিকেট দল বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলেছে। এই সিরিজ বেশ উত্তেজনাপূর্ণ এবং বিতর্কিতও হয়ে উঠল একেবারে শেষ ম্যাচে। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই জিতেছে ১-১ ব্যবধানে। যদিও তৃতীয় ওয়ানডে ম্যাচটি টাই হয়। তবে হরমনপ্রীত আউট হওয়ার পর স্ট্যাম্প ভাঙায় বিতর্ক আরও বেড়ে যায়।
 

বড় শাস্তির মুখে ভারত অধিনায়ক
ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে এলবিডব্লিউ আউট দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। এদিকে হারমন রেগে গিয়ে স্টাম্পে আঘাত করেন। পাশাপাশি আম্পায়ারের সঙ্গেও তর্ক করেন। এখন এর জন্য হরমনকে জরিমানা করা যেতে পারে। হরমনপ্রীত কৌরকে ম্যাচ ফির ৭৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। একজন কর্মকর্তা ক্রিকবাজকে এই কথা জানিয়েছেন। তিনি বলেছিলেন যে এটি লেভেল-২ নিয়ম লঙ্ঘনের সামিল, যা মাঠে খেলোয়াড়দের আচরণের সঙ্গে সম্পর্কিত। ম্যাচ আধিকারিক বলেছেন, ‘স্টাম্পে মারার ঘটনার জন্য তাঁকে (হরমনপ্রীত) ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে।‘ ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সময় হরমন আম্পায়ারের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। এ জন্য তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে।

ম্যাচের পর যা বললেন হরমনপ্রীত
শুধু তাই নয়, হারমান ৩ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন। মাঠে তাদের আচরণের জন্য দুই পয়েন্ট কাটা যেতই। তবে ম্যাচ শেষে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ করায় তিনি আরও একটি ডিমেরিট পয়েন্ট হারাবেন। বলা হয়, হরমন এমন মন্তব্য করেছিলেন, যার কারণে অফিসিয়াল ফটো সেশনের সময় পিছিয়ে যেতে হয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানাকে। 
 

কী ঘটেছিল?
শনিবার ভারতীয় দলের ইনিংসের ৩৪ তম ওভারে এই ঘটনাটি ঘটে। বাংলাদেশের নাহিদা আখতারের বলে সুইপ করতে গিয়েছিলেন। বল ব্যাটে না লেগে তাঁর প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে জমা পড়ে। বোলার এলবিডব্লিউয়ের আবেদন করার সঙ্গে সঙ্গেই আম্পায়ার আঙুল তুলে দেন। এরপরেই হরমনপ্রীত ক্ষোভে ফেটে পড়েন। ভারতীয় দলের ক্যাপ্টেন দাবি জানান, বল তাঁর ব্যাটেই লেগেছে। আম্পায়ার আউট দেওয়ায় সঙ্গে সঙ্গে প্রথমে ব্যাটে একবার ঘুষি মারেন হরমনপ্রীত। তার পরে ব্যাট দিয়ে স্ট্যাম্পও ভেঙে দেন। ড্রেসিংরুমে ফেরার পরে আম্পায়ারের উদ্দেশেও কিছু বলতে দেখা যায় ভারতীয় দলের ক্যাপ্টেনকে। বাংলাদেশের দর্শকেরা ব্যাপক উল্লাস করছিলেন  তাঁর এই আউটের পরে। তাঁদের দিকে তাকিয়েও আঙুল তুলে কিছু একটা বলতে শোনা যায় ভারতের অধিনায়ককে। যদিও হরমনপ্রীতকে ক্যাচ আউটই দেওয়া হয়।

Advertisement

POST A COMMENT
Advertisement