ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে দারুন সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তাঁর ব্যাটে ভর করে কেকেআর-এর বিরুদ্ধে বড় রান করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। ইনিংস শেষ হওয়ার পর নিজের বান্ধবীকে নিয়ে রসিকতা করে গেলেন SRH ওপেনার। ৫৫ বলে ১০০ করে অপরাজিত থাকেন ব্রুক।
ইনিংসের বিরতিতে এই ইনিংস নিয়ে জিজ্ঞাসা করা হলে হ্যারি ব্রুক বলেন, 'স্পিন নিয়ে আমার কিছুটা সমস্যা হচ্ছিল, কিন্তু আমি পাওয়ার প্লেকে সুবিধা মতো ব্যবহার করতে চেয়েছিলাম। তাই মাঝের ওভারগুলি স্ট্রাইক রোটেট করছিলাম।' ইডেনের উইকেটের প্রশংসাও করেছেন ব্রুক। তিনি আরও বলেন, 'এটা দারুণ একটা উইকেট। এমন উইকেটে দারুণ খেলা হয়। তবে আমাদের কাজ এখনই শেষ হয়ে যায়নি।' এরপরেই মজার ছলে ইংরেজ ক্রিকেটার আরও বলেন, 'আমার বান্ধবী এখানে আছে কিন্তু আমার পরিবারের বাকিরা চলে গিয়েছে, আমি জানতাম তারা চলে যেতেই আমি ভাল খেলবো। আমি নিশ্চিত তাঁরা সকলেই আমার জন্য খুব খুশি হবেন।'
ইডেনে এদিন উপস্থিত ছিলেন ব্রুকের বান্ধবী লুসি লায়েস। ব্রুক সেঞ্চুরি করার পর তাঁকেও উচ্ছ্বসিত হতে দেখা যায়। তিন বছর ধরেই লায়েসের সঙ্গে ডেট করছেন ইংরেজ ক্রিকেটার।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব্যাট করতে নেমে ২২৮ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হ্যারি ব্রুক। শতরানে অপরাজিত তিনি। ব্রুকের ব্যাটে ভর করেই কেকেআর-এর বিরুদ্ধে বড় রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ৫৫ বলে ১০০ করে অপরাজিত থাকেন ব্রুক। অর্ধশতরান করেন মার্করাম। ৩২ রান করেন অভিষেক শর্মা। ৯ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। নাইটদের হয়ে তিন উইকেট আন্দ্রে রাসেলের। একটি উইকেট বরুণ চক্রবর্তীর।
জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে শেষ হয় কলকাতার। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইট ব্রিগেড। শূন্য রানে আউট হন গুরবাজ। ৩৬ রান করেন জগদীশন। মাত্র ১০ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়র। রাসেল আউট হন ৩ রানে। ৭৫ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ১২ রান করেন শার্দুল ঠাকুর। ৫৮ রানে অপরাজিত রিঙ্কু সিং। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট মার্কো জনসেন এবং মায়াঙ্ক মারকান্ডের। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, নটরাজন এবং উমরান মালিক।