IND vs ENG: হেভি রোলারই ভাবাচ্ছে ভারতকে? ওভাল টেস্টে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে ICC-র এই নিয়ম

পঞ্চম দিনে গড়িয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচের ফয়সালা হওয়ার ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে হেভি রোলার। এর ফলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে ভারতে। বিষয়টি ঠিক কী?

Advertisement
হেভি রোলারই ভাবাচ্ছে ভারতকে? ওভাল টেস্টে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে ICC-র এই নিয়মহেভি রোলার
হাইলাইটস
  • পঞ্চম দিনে ভিলে হতে পারে হেভি রোলার
  • ম্যাচের ফয়সালা করতে পারে এটি
  • ইংল্যান্ড ওভালের পিচে এই রোলার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে

লাস্ট ল্যাপে ভারত-ইংল্যান্ড ওভাল টেস্ট ম্যাচ। অনুমান করা হচ্ছিল, রবিবারই ম্যাচের ফয়সালা হয়ে যাবে। তবে বৃষ্টির জন্য খেলার সময় অনেকটাই কমে গিয়েছিল। ফলে ম্যাচের রেজাল্ট জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের। 

পঞ্চম দিনে জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের জয়ের জন্য লাগবে ৪ উইকেট। ভারতীয় টিম ইংল্যান্ডের স্কোর থামিয়ে দিয়েছিল ৩ উইকেটে ১০৬ রানে। তবে তারপর হ্যারি ব্রুক এবং জো রুটের মধ্য ১৯৫ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে এগিয়ে দেয়। তবে ফের ম্যাচে টুইস্ট আসে। যখন প্রসিদ্ধ কৃষ্ণা জেকব বেথেল এবং জো রুটকে পরপর ওভারে আউট করে ভারতকে ফের প্রতিযোগীতায় এনে দেয়। 

ঠিক যখন টানটান অবস্থায় পৌঁছে গিয়েছে ম্যাচ, বৃষ্টি বিগড়ে দেয় পরিস্থিতি। এবার পঞ্চম দিনটাই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও ৪ রকমের ফলাফল হতে পারে এই ম্যাচটির। এক, ভারতের জয়, দুই, ইংল্যান্ডের জয়, তিন, ড্র অথবা চার, টাই। তবে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা কার্যত নেই কারণ পঞ্চম দিন, সোমবার বৃষ্টি না হওয়ারই পূর্বাভাস রয়েছে। 

ভিলেন হবে হেভি রোলার?

তবে ম্যাচের পঞ্চম দিন হেভি রোলারও ভারতীয় টিমের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে। জো রুট জানিয়ে দিয়েছেন, এদিনের ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড হেভি রোলার ব্যবহার করতে চলেছে। ICC-র নিয়ম অনুযায়ী, ব্যাট করছে যে টিম, তার অধিনায়ক প্রথম সেশন ছাড়া বাকিগুলিতে ইনিংস শুরুর আগে অথবা প্রথম দিনের ম্যাচের আগে হেভি কিংবা লাইট রোলার ব্যবহার করে। সর্বাধিক ৭ মিনিট এই হেভি রোলার ব্যবহার করা যায়। 

সুবিধা পেতে পারে ইংল্যান্ড?

টানা বোলিং এবং বোলারদের ফুটমার্কের ফলে তৈরি হওয়া পিচে যে দাগগুলি থাকে ভারী রোলার ব্যবহার করলে সেটা কমানো যায় এবং ফ্ল্যাট পিচ তৈরি হয়। এর ফলে ব্যাটিংয়ে সুবিধা হয় ক্রিকেটারদের। চতুর্থ দিনের শুরুতেও এই স্ট্র্যাটেজি ব্যবহার করে সফল হয়েছিল ইংল্যান্ড। পঞ্চম দিনেও ইংল্যান্ড সেই পথে হাঁটলে চ্যালেঞ্জ বাড়বে ভারতের।

Advertisement

ক্রিকেটার তথা ধারাভাষ্যকতার হর্ষা ভোগলে বলেন, 'সকলেরই প্রশ্ন, পিচ থেকে কভার কেন দ্রুত সরানো হল না? টানটান উৎসুক ছিলেন ক্রিকেটপ্রেমীরা। এবার সোমবার ম্যাচ হবে এবং হেভিল  রোলারেরও ব্যবহার হবে। ব্যবহারিক প্রয়োগও খুব সহজ। সেটাই হয়ে উঠতে পারে গেম চেঞ্জার।'

সাংবাদিক বৈঠকে জো রুট বলেন, 'রোলারের প্রভাব পড়ছে এই ম্যাচে। আবার হেভি রোলার ব্যবহার করলে আমরা বাড়তি সুবিধা পাব। পিচ আরও ফ্ল্যাট হবে।'

তবে ভারতীয় টিমের বোলিং কোচ মোর্ন মর্কেল বলেন, 'আমার বোলাররা সম্পূর্ণরূপে প্রস্তুত। হেভি রোলার চালানোর কোনও প্রভাব পড়বে না। আমার বোলাররা সঠিক প্রস্তুতি নিয়ে মাঠে নামবে এবং ইংল্যান্ডের উইকেট তোলারও চেষ্টা করবে।'

 

POST A COMMENT
Advertisement