scorecardresearch
 

ATK Mohun Bagan: এখনও প্লে অফ নিশ্চিত নয় মোহনবাগানের, শেষ ছয়ের অঙ্ক কতটা কঠিন?

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শেষ ছয়ের লড়াই কঠিন করে ফেলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই পরিস্থিতি থেকে কী ভাবে প্লে অফে পৌঁছতে পারে সবুজ-মেরুন শিবির? এ নিয়েই অঙ্ক কষতে শুরু করে দিয়েছে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল।

Advertisement
এটিকে মোহনবাগান এটিকে মোহনবাগান
হাইলাইটস
  • দুই ম্যাচ বাকি মোহনবাগানের
  • কীভাবে প্লে অফে যেতে পারে মোহনবাগান?

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শেষ ছয়ের লড়াই কঠিন করে ফেলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই পরিস্থিতি থেকে কী ভাবে প্লে অফে পৌঁছতে পারে সবুজ-মেরুন শিবির? এ নিয়েই অঙ্ক কষতে শুরু করে দিয়েছে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল।

কত পয়েন্ট পেতে হবে এটিকে মোহনবাগানকে?
এবারের আইএসএল-এ ছয়টি দল প্লে অফে যেতে পারবে। তবে এখনও প্লে অফে যাওয়ার রাস্তা পাকা করতে পারেনি লিগের সবচেয়ে দামি দল। প্লে অফে ছয় নম্বরে থেকে লিগ পর্যায় শেষ করতে হলে ৩১ অথবা ৩২ পয়েন্ট পেতে হবে দিমিত্রি পেত্রাতোসদের। সেক্ষেত্রে, বাকি দুই ম্যাচই জিততে হবে সবুজ-মেরুন শিবিরকে। দুই ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টর্স (Kerala Blasters)। আগামীকাল এই ম্যাচে নামছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। এরপর ফিরতি ডার্বি ম্যাচে খেলবে সবুজ-মেরুন শিবির। এই দুই ম্যাচ জিততে পারলে ৩৪ পয়েন্টে পৌঁছে যাবে তারা। একটা ম্যাচ জয় আর একটা ম্যাচ ড্র করলে ৩২ পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে যেতে পারে এটিকে মোহনবাগান। তবে দুই ম্যাচ হেরে গেলে আশা নেই। এক ম্যাচ হারলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে অপর ম্যাচ জিততে পারলে ৩১ পয়েন্ট পেয়ে যাবে সবুজ-মেরুন শিবির। সেক্ষেত্রেও প্লে অফ নিশ্চিত তা বলা যাচ্ছে না।

আরও পড়ুন: 'মোহনবাগানের আবেগ বোঝেননি জুয়ানরা', দল নিয়ে বিস্ফোরক দেবাশিস

পরের পর ম্যাচে পয়েন্ট নষ্ট
আগের ম্যাচে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে বার্থালোমিউ ওগবেচের করা গোলে হেরে যায় এটিকে মোহনবাগান। এর আগে লিগ টেবিলের শেষ দিকে থাকা জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধেও গোল শূন্য ড্র করে তারা। গত মাসে শেষবার ওডিশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। এরপর এই মাসে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরে যায় তারা।

Advertisement

আরও পড়ুন:প্রয়াত তুলসীদাস বলরাম, ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের আরও এক নক্ষত্রপতন
দলে আসতে পারেন তিরিও

আট মাস পর চোট কাটিয়ে কলকাতায় ফিরেছেন এটিকে মোহনবাগান ডিফেন্ডার তিরি (Tiri)। গত মরশুমে এসিএল চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এই ডিফেন্ডার। এরপর দেশে ফিরে কঠোর পরিশ্রম করতে থাকেন তিরি। এবার আইএসএল-এর শেষ পর্যায়ের ম্যাচ ও সুপার কাপ  (Super Cup)খেলতে এসেছেন তিনি। কলকাতায় ফিরতে পেরে দারুণ খুশি এই স্টপার। তবে দলে জায়গা পাকা করতে হলে, আগে নিজেকে ফিট প্রমান করতে হবে। মরশুমের বাকি ম্যাচ গুলোতে তিনি সুযোগ পান কি না সেটাই এখন দেখার। তবে এই লড়াই যে বেশ কঠিন, তা মানছেন তিরিও।

Advertisement