গ্রুপ লিগের শেষ দিনের ম্যাচের আগে জমে গেল সেমিফাইনালে ওঠার লড়াই। এবারের টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) অস্ট্রেলিয়ার মাঠে চার ম্যাচের তিনটিতে জিতে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল (Team India)। গ্রুপ ২ থেকে এবার কারা যাবে তাই নিয়ে শুরু হয়েছে লড়াই। সমীকরণ যা বলছে তাতে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। এর অর্থ হল, নেদারল্যান্ডসের জয়ের ফলে, বাংলাদেশ ও পাকিস্তান কার্যত লাইফ লাইন পেল। শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। দক্ষিণ আফ্রিকা জিতে গেলে তারাই সেমি ফাইনালে চলে যেত।
ফাইনালে ভারত-পাকিস্তান?
ফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এবার পাকিস্তানের পালা। প্রথমে রবিবার বাংলাদেশকে হারাতে হবে তাদের। এরপর সেমিফাইনালে বাবর আজমদের (Babar Azam) মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সেই ম্যাচ জিততে পারলে ফাইনালে পৌঁছবে পাকিস্তান। আর অন্যদিকে ভারতকে সেমি ফাইনালে ইংল্যান্ডের বাধা টপকাতে হবে। তবেই আরও একবার ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ দেখার সুযোগ পাবেন সমর্থকরা। ভারত আজ নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ভারতীয় দল হারলেও শীর্ষে থেকেই সেমি ফাইনালে পৌঁছে যাবে।
আরও পড়ুন: অঘটন! ডাচদের বিরুদ্ধে হেরে বিদায় দঃ আফ্রিকার, সেমি ফাইনালে পাকিস্তান?
অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলের পয়েন্টই সমান। দুই দলই রয়েছে ৪ পয়েন্টে। ফলে এদের মধ্যে যারা জিতবে তারাই সেমি ফাইনালে যাওয়ার সুযোগ পাবে। কারণ যে দল জিতবে তারা ৬ পয়েন্টে পৌঁছে যাবে। যা দক্ষিণ আফ্রিকার থেকে ১ পয়েন্ট বেশি।
বিশ্বকাপে আরও একবার চোকার দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। দুর্বল নেদারল্যান্ডস দল থাকলেও সুযোগটা আর এবারেও কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: সানিয়া-শোয়েবের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই? পাক মিডিয়ায় চর্চা তুঙ্গে
তবে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস দল ৪ উইকেটে ১৫৮ রান করে। দলের পক্ষে ২৬ বলে ৪১ রান করেন কলিন অ্যাকারম্যান। এ জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও পান। এছাড়া স্টিফেন মেবার্গ ৩৭ ও টম কুপার ৩৫ রান করেন।
এরপর ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা দল। মাঝে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকা দল ১১২ থেকে ১৪১ রানের মধ্যে ৪ উইকেট হারায়। ফলে ম্যাচ হাতের বাইরে চলে যায়। দক্ষিণ আফ্রিকা দল ৮ উইকেটে ১৪৫ রানেই তাদের ইনিংস শেষ করে। ফলে ম্যাচটি তারা ১৩ রানে হেরে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন রাইলি রোসো।