East Bengal: ৩ ম্যাচ তো জিততেই হবে, আর কী অঙ্কে ইস্টবেঙ্গল প্লে অফে?

পরপর তিন ম্যাচ হেরে ইস্টবেঙ্গলের (East Bengal) প্লেঅফের আশা প্রায় শেষ হতে বসেছে। সুপার কাপ (Super Cup 2024) জেতার পরেও পরপর হার সমস্যা বাড়িয়ে দিয়েছে কোচ কার্লেস কুয়াদ্রাতের। সুপার কাপের পর দুই বিদেশি ফুটবলারকে ছেড়ে দিতে হয়। তবে পরপর হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলেছে লাল-হলুদ।

Advertisement
৩ ম্যাচ তো জিততেই হবে, আর কী অঙ্কে ইস্টবেঙ্গল প্লে অফে?ইস্টবেঙ্গল

পরপর তিন ম্যাচ হেরে ইস্টবেঙ্গলের (East Bengal) প্লেঅফের আশা প্রায় শেষ হতে বসেছে। সুপার কাপ (Super Cup 2024) জেতার পরেও পরপর হার সমস্যা বাড়িয়ে দিয়েছে কোচ কার্লেস কুয়াদ্রাতের। সুপার কাপের পর দুই বিদেশি ফুটবলারকে ছেড়ে দিতে হয়। তবে পরপর হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলেছে লাল-হলুদ।

কীভাবে প্লে অফে যেতে পারে ইস্টবেঙ্গল? 
২০২০ সালে আইএসএল-এ যোগ দেওয়ার পর থেকেই সমস্যা বাড়ছে ইস্টবেঙ্গলের। একের পর এক মরসুম চলে গেলেও এখনও প্লে অফে যেতে পারেনি দল। তবে এবার ভাল সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। তবে এবারেও তারা রয়েছে দশ নম্বর জায়গায়। ১৯ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৮। ষষ্ঠ স্থানের জন্য যতগুলো দল লড়াইয়ে আছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে জামশেদপুর। আর জামশেদপুর ২১ পয়েন্ট নিয়ে রয়েছে। অর্থাৎ, তিন পয়েন্ট দূরে রয়েছে ইস্টবেঙ্গল। বাকি রয়েছে আর তিনটে ম্যাচ। এই তিনটে জিতলে আসবে ৯ পয়েন্ট। সব পয়েন্ট পেলে ২৭ পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের। 

লড়াইয়ে আর কারা?
লড়াইয়ে রয়েছে পঞ্জাব এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও বেঙ্গুলারু এফসি। পঞ্জাবের পয়েন্ট ২১। একই পয়েন্টে বেঙ্গালুরু এফসিও। ২০ পয়েন্টে নর্থইস্ট। লাল হলুদকে প্লে অফে যেতে গেলে বাকি তিনটে ম্যাচ জিতলেই হবে না, তাদের লক্ষ্য রাখতে হবে বাকি ম্যাচগুলোর দিকে। বাকি ম্যাচগুলোকে বেঙ্গালুরু, নর্থইস্ট বা পঞ্জাব এফসি পয়েন্ট নষ্ট করলে তবেই হবে লাভ। ফলে শুধু জিতলেই হবে না। হারতে হবে বাকি তিন দলকে। 

কবে কবে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের?
তবে কুয়াদ্রাতের দল পরপর ম্যাচ হেরে মানসিক ভাবে বিধ্বস্ত। এখান থেকে তারা বাকি তিন ম্যাচ জিততে পারে কিনা সেটাই এখন দেখার। ৩ এপ্রিল তাদের পরের ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। এরপর লাল-হলুদ খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে সাত এপ্রিল। ১০ এপ্রিল ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ পঞ্জাব এফসি-র বিরুদ্ধে।          
         

Advertisement

POST A COMMENT
Advertisement