scorecardresearch
 

FIFA World Cup Live Streaming: JioCinema-য় অসুবিধা হচ্ছে? FIFA বিশ্বকাপ ফ্রি-তে LIVE দেখা যাচ্ছে আরও যেখানে

তবে এখনও যাঁরা JioCinema  সিনেমায় ঠিক মতো লাইভ ম্যাচ দেখতে পাচ্ছেন না, তাঁরা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট বা PC-তে সহজেই অন্য ভাবেও খেলা দেখতে পারেন। JioCinema অ্যাপটি সাপোর্ট করছে Tizen OS 2.4  স্যামসাং টিভি-তে। ভার্সান সেভেন বা তার বেশির অ্যান্ড্রয়েড টিভি -তে সাপোর্ট করছে JioCinema অ্যাপটি। 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২২ ফিফা বিশ্বকাপ ২০২২
হাইলাইটস
  • JioCinema ছাড়াও বিশ্বকাপ দেখা যাবে
  • ফ্রি-তে একাধিক অ্যাপে বিশ্বকাপ দেখা যাচ্ছে
  • এছাড়াও টিভি-তেও চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখা যাচ্ছে

FIFA বিশ্বকাপ ২০২২-এর আসর জমে গিয়েছে। গোটা বিশ্বের নজর এখন কাতারে। ভারতে টিভি-র পাশাপাশি JioCinema অ্যাপে দেখা যাচ্ছে বিশ্বকাপ Live স্ট্রিমিং। ভারতে বহু ইউজার অভিযোগ করছেন, তাঁরা JioCinema-য় মসৃণ ভাবে খেলা দেখতে পারছেন না। যদিও Jio-র তরফে ক্ষমা চেয়ে বলা হয়েছে, অ্যাপ আপডেট করার জন্য। 

তবে এখনও যাঁরা JioCinema  সিনেমায় ঠিক মতো লাইভ ম্যাচ দেখতে পাচ্ছেন না, তাঁরা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট বা PC-তে সহজেই অন্য ভাবেও খেলা দেখতে পারেন। JioCinema অ্যাপটি সাপোর্ট করছে Tizen OS 2.4  স্যামসাং টিভি-তে। ভার্সান সেভেন বা তার বেশির অ্যান্ড্রয়েড টিভি -তে সাপোর্ট করছে JioCinema অ্যাপটি। 

আরও পড়ুন: FIFA World Cup 2022 Live Streaming Apps: মোবাইল-ল্যাপটপে ফ্রি-তে দেখুন ফুটবল বিশ্বকাপ, ঝটপট নামান এই অ্যাপটি

এরপরেও বিকল্প চাইলে, আরও রয়েছে। iPhone, iPad, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ডেস্কটপে ফুটবল বিশ্বকাপ দেখার আরও কিছু বিকল্প রইল।

JioTV

যাঁদের Jio কানেকশন রয়েছে, তাঁরা JioTV-তে দেখতে পারেন লাইভ ম্যাচ। সে ক্ষেত্রে অ্যাপ নামিয়ে আপনার জিও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ-এ লগ ইন-এর পরে JioTV লাইভ চ্যানেল সেকশনে গিয়ে Sports18 বা Sports18HD খুলুন।

আরও পড়ুন: FIFA World Cup 2022: বিশ্বকাপের সেরা ফুটবলাররা, যাঁরা গোল্ডেন বুট জিতেছেন, রইল তালিকা

MyVi App, Vi Movies ও TV

ভোডাফোন আইডিয়া (Vi) ইউজাররাও FIFA World Cup 2022 লাইভ দেখতে পারেন MyVi App-এ ফ্রি-তে। এছাড়া  Vi Movies ও Vi TV-তেও ফ্রি লাইভ ম্যাচ দেখতে পারেন।

TATA Play

TATA Play ব্যবহারকারীরাও ফ্রি-তে বিশ্বকাপ দেখতে পারেন টিভি অথবা TATA Play অ্যাপে। শুধু Sports18 বা  Sports18HD সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটির দাম মাসিক ১৪ টাকা। আর লাইভ স্ট্রিমিং দেখতে হলে TATA Play অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ফোনে।

Advertisement

কোন কোন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে?

Sports18 বা Sports18HD সম্প্রচার করছে FIFA বিশ্বকাপ ২০২২। এছাড়াও দেখা যাচ্ছে MTV HD-তে। 

Advertisement