আইসিসি বর্ষসেরা ওয়ান ডে ও টি২০ দলে সুযোগ পাননি ভারতের কোনও ক্রিকেটার। তবে টেস্ট দলে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার। যদিও টেস্ট দলে জায়গা পাননি বিরাট কোহলি। এই বছরে কোনও ফর্ম্যাটেই আইসিসি বর্ষসেরা দলে সুযোগ পেলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক।
ভারতের কারা দলে রয়েছেন
বিরাট না থাকলেও ভারতের সীমিত ওভারের দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রয়েছেন আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে। জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant) ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ।আসিসি-র বর্ষসেরা একদিনের দল ও টি২০ দলে সুযোগ পেলেও টেস্ট দলে নেই বাবর আজম (Babar Azam)। তবে বাবর না থাকলেও দলে রয়েছেন তিন পাকিস্তানি ক্রিকেটার। ফাওয়াদ আলম, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি রয়েছেন বর্ষসেরা টেস্ট দলে।
বিরাট কেন বাদ
অধিনায়ক হিসেবে গত মরশুমে ভাল ফল করলেও দুই বছর ব্যাটে সেঞ্চুরি নেই বিরাটের। ২০১৯ সালের আগাস্টে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে পিঙ্ক বল টেস্টে এই শতরান করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। এরপর বেশ কয়েকবার অর্ধ শতরান করলেও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। হয়ত সেই কারণেই আইসিসি-র সেরা একাদশে নাম নেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির।
আরও পড়ুন: ICC র্যাঙ্কিংয়ে নামল ভারত, শীর্ষে অস্ট্রেলিয়া
নেতা উইলিয়ামসন
গত মরশুমে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। তাই দলে জো রুট থাকলেও নেতা হিসেবে বাছা হয়েছে কেন উইলিয়ামসনকে। তাঁর নেতৃত্বে নতুন বছরেও টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসন রয়েছেন এই তালিকায়। সেরা একাদশে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
আইসিসি বর্ষসেরা একাদশ
দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা( ভারত), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্ত ( উইকেট কিপার, ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), হাসান আলি (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)