ICC Awards: ICC-র বর্ষসেরা হওয়ার দৌড়ে সূর্যকুমার-স্মৃতিরা, লড়াইয়ে ভারতের ৫

সোমবার থেকে ICC অ্যাওয়ার্ড ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এমনটাই জানান হয়েছে আইইসিসি-র পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। এই পুরস্কারের মাধ্যমে, বর্ষসেরা পুরুষ ক্রিকেটার এবং বর্ষসেরা মহিলা ক্রিকেটার পুরস্কার সহ খেলার বিভিন্ন ফরম্যাটে দক্ষতা অর্জনকারী খেলোয়াড়দের সম্মানিত করা হবে। প্রথমত, সোমবার ঘোষণা করা হবে পুরুষ ও মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল।

Advertisement
ICC-র বর্ষসেরা হওয়ার দৌড়ে সূর্যকুমার-স্মৃতিরা, লড়াইয়ে ভারতের ৫সূর্যকুমার যাদব
হাইলাইটস
  • ভারতের পাঁচ ক্রিকেটার লড়াইয়ে
  • কে হবেন সেরা ক্রিকেটার?

সোমবার থেকে ICC অ্যাওয়ার্ড ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এমনটাই জানান হয়েছে আইইসিসি-র পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। এই পুরস্কারের মাধ্যমে, বর্ষসেরা পুরুষ ক্রিকেটার এবং বর্ষসেরা মহিলা ক্রিকেটার পুরস্কার সহ খেলার বিভিন্ন ফরম্যাটে দক্ষতা অর্জনকারী খেলোয়াড়দের সম্মানিত করা হবে। প্রথমত, সোমবার ঘোষণা করা হবে পুরুষ ও মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল।


প্রতিযোগিতায় ভারতের পাঁচজন খেলোয়াড়

ভারতের মোট পাঁচজন খেলোয়াড় এই পুরস্কারের দৌড়ে রয়েছেন। বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। একই সঙ্গে বর্ষসেরা  ক্রিকেটারের তালিকায় রয়েছে  আর্শদীপ সিং, ইয়াস্তিকা ভাটিয়া এবং রেণুকা সিং-এর নাম। পুরুষদের বিভাগে আর্শদীপ সিংকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে মহিলাদের বিভাগে ইয়াস্তিকা এবং রেণুকা সিং-এর নাম রয়েছে। পুরুষদের বিভাগে আর্শদীপ সিংকে নির্বাচিত করা হয়েছে। যেখানে মহিলাদের বিভাগে ইয়াস্তিকা এবং রেণুকার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন: ক্রিকেটের মতো হকি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় ভারতের

গতবারও বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন মান্ধানা

স্মৃতি মান্ধানা ২০২১ সালে আইসিসির সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন তিনি। গত বছর, স্মৃতি মান্ধানা সমস্ত ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টি-টোয়েন্টিতে ৫৯৪ রান এবং ওয়ানডেতে ৬৯৬ রান। এর পাশাপাশি কমনওয়েলথ গেমস এবং মহিলা বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছেন স্মৃতি মান্ধানা। 

আরও পড়ুন: বায়োপিক ছেড়ে নির্মাতাদের হুঁশিয়ারি শোয়েবের, সরলেন নায়কও

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসও (Ben Stokes) বর্ষসেরা ক্রিকেটার হওয়ার জোরালো দাবিদার। স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড গত বছর দশটি টেস্টের মধ্যে নয়টি জিতেছিল। এছাড়াও তিনি ৮৭০ রান করেছেন যার মধ্যে তাঁর দু'টি সেঞ্চুরি রয়েছে। বল হাতেও বেশ সফল স্টোকস। গত বছর মোট ২৬টি উইকেট নিয়েছিলেন তিনি। সম্প্রতি স্টোকসের নেতৃত্বে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। বেন স্টোকস ছাড়াও আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বাবর আজম, সিকান্দার রাজা ও টিম সাউদি। 

Advertisement

আইসিসি পুরস্কারের জন্য মনোনয়ন তালিকা:

সেরা পুরুষ ক্রিকেটার: বাবর আজম, সিকান্দার রাজা, টিম সাউদি, বেন স্টোকস।

সেরা মহিলা ক্রিকেটার: অ্যামেলিয়া কের,স্মৃতি মান্ধানা, বেথ মুনি, ন্যাট সাইভার।

সেরা পুরুষ টেস্ট ক্রিকেটার: জনি বেয়ারস্টো, উসমান খাজা, কাগিসো রাবাদা, বেন স্টোকস।

সেরা পুরুষ ওডিআই ক্রিকেটার: বাবর আজম, শাই হোপ, সিকান্দার রাজা, অ্যাডাম জাম্পা।

সেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার: অ্যালিসা হিলি, শবনম ইসমাইল, অ্যামেলিয়া কের, ন্যাট সাইভার।

মহিলা টি২০ ক্রিকেটার: নিদা দার, সোফি ডিভাইন, স্মৃতি মান্ধানা , তাহলিয়া ম্যাকগ্রা।

সেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার: স্যাম কুরান, সিকান্দার রাজা, মোহাম্মদ রিজওয়ান, সূর্যকুমার যাদব ।

উদীয়মান পুরুষ ক্রিকেটার: ফিন অ্যালেন, মার্কো জানসেন, আরশদীপ সিং , ইব্রাহিম জাদরান।

উদীয়মান মহিলা ক্রিকেটার: যষ্টিকা ভাটিয়া , ডার্সি ব্রাউন, অ্যালিস কেপসে,  রেণুকা সিং ।

POST A COMMENT
Advertisement