একেবারে শেষ মুহূর্তে একদিনের বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতীয় দলে (Team India) সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অক্ষর প্যাটেলের চোট তাঁকে সুযোগ করে দিয়েছে। তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই ভারতীয় দলের দরজা খুলে যায় অশ্বিনের সামনে। আর দলে সুযোগ পেতেই জানিয়ে দিলেন এটাই শেষ বিশ্বকাপ অশ্বিনের। আর কোনও দিনই এই প্রতিযোগিতায় তাঁকে দেখা যাবে না।
এদিন বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিন বলেন, ‘মানসিক ভাবে এখন ভাল জায়গায় আছি। গোটা বিশ্বকাপটা উপভোগ করতে চাই। এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। তাই এই প্রতিযোগিতার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।‘ ১১৫টি একদিনের আন্তর্জাতিকে ১১৩টি ইনিংস খেলে ১৫৫টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২৫ রানে চার উইকেট। গড় ৩৩.২০, ইকোনমি ৪.৯৪। দেশের মাটিতে ৪৪ ম্যাচে ৬৯, বিদেশে ৪৪ ম্যাচে ৪২ এবং নিরপেক্ষ দেশে ২৭ ম্যাচে ৪৪ উইকেট রয়েছে অশ্বিনের। অশ্বিন বলেন, ‘জীবন অনেক চমকে ভরা। তবে সত্যি কথা বলতে গেলে ভাবিনি বিশ্বকাপের দলে থাকব। দলে সুযোগ পাওয়ায় আমি বিস্মিত। গত চার-পাঁচ বছর ধরে খেলা উপভোগ করাই আমার উদ্দেশ্য।’
ভারতীয় দলে একেবারেই শেষ মুহূর্তে সুযোগ। শেষ মুহূর্তে সুযোগ পাবেন ভাবতে পারেননি অশ্বিন। এই নিয়ে অশ্বিন বলেন,’আগে কেউ আমাকে এটা বললে তাকে বলতাম, আপনি মজা করছেন। কিন্তু জীবনটা এ রকমই। অবাক করার মতোই। সত্যি বলতে, আমি ভাবতেই পারছি না আজ এই জায়গায় থাকব। আমি এখন যেখানে তার জন্যে পরিস্থিতিই দায়ী। দল পরিচালন সমিতি আমার উপর আস্থা দেখিয়েছে।‘
দেশের মাটিতে হওয়ায় এবার বিশ্বকাপ হচ্ছে। দেশের মাটিতে চাপ সামলানোই কঠিন হতে চলেছে বলে করছেন অশ্বিন। এই নিয়ে তিনি বলেন, ‘দু’দিকে বল ঘোরাতে পারি। সেই ক্ষমতা আমার রয়েছে। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় যে চাপ থাকে সেটা সামলানোই আসল কাজ।‘