আউট হয়ে গিয়েছিলেন বলে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই নিজের ভুল শুধরে নিলেন থার্ড আম্পায়ার। সোমবার বিশ্বকাপের মঞ্চেই এমন ভুল ঘটে যাওয়ায় লজ্জায় পড়তে হয়েছে আইসিসিকে। সোমবার নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচে ঘটে এই ঘটনা।
নেদারল্যান্ডসের সাইব্র্যান্ড এঞ্জেলব্রেখট ব্যাট করার সময় ভুল সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। ৪১তম ওভারে বল করছিলেন রাচিন রবীন্দ্র। অফ সাইডের বাইরে বল করেছিলেন তিনি। উইকেটরক্ষক টম লাথাম সেই বল ধরে যখন উইকেট ভাঙেন এঞ্জেলব্রেখট তখন ক্রিজের বাইরে। মাঠের আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দেন এবং আউট হয়েছে কি না সেটা তৃতীয় আম্পায়ারের কাছে জানতে চান। তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন বার বার রিপ্লে দেখেন এবং বলেন, 'উইকেটের সামনে থেকে বল ধরা হয়েছে। পুরোপুরি উইকেটের পিছনে নেই গ্লাভস। তাই এটা নো বল। আউট হয়নি।' কিন্তু টিভিতে যে সম্প্রচার দেখানো হয়েছে এবং বার যে রিপ্লে দেখানো হয়েছে, তাতে বল ধরার সময় উইকেটরক্ষক লাথামের গ্লাভস উইকেটের পিছনেই ছিল।
এই ঘটনা মাঠে যখন ঘটছে, সেই সময় ধারভাষ্য দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান স্মিথ। তিনি সেই সময় বলেন, 'এটা আমার দেখা সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। বল যখন গ্লাভসে লাগছে তখন হাত পরিষ্কার ভাবেই উইকেটের পেছনে ছিল। প্রথমে উইকেটের আগে হাত থাকলেও বল এসে পৌঁছানোর সময় হাত উইকেটের পেছনে চলে গিয়েছে।'
আইসিসি-র নিয়ম বলছে, বোলার বল করার পর থেকেই উইকেটরক্ষককে পুরোপুরি উইকেটের পিছনে থাকতে হবে। বল যত ক্ষণ না ব্যাটে লাগছে বা ব্যাটারের গায়ে লাগছে অথবা তাঁকে পার করে যাচ্ছে, তত ক্ষণ উইকেটরক্ষককে পিছনেই থাকতে হবে। যদি তা না হয়, তাহলে নো বলের সিদ্ধান্ত দেওয়া হবে। কিন্তু সোমবার লাথামের হাত উইকেটের সামনে চলে এসেছিল। সে কথা ধারাভাষ্য দিতে গিয়ে ইয়ান স্মিথও বলেছিলেন। তাই আম্পায়ারের দেওয়া নো বলের সিদ্ধান্ত একেবারেই ভুল নয়।