সূর্যকুমার যাদব, ইশান কিশান ও দীপক হুডাধারাবাহিকভাবে ভাল খেলার পুরস্কার পেলেন ইশান কিশান (Ishan Kishan), দীপক হুডা (Deepak Hooda) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইসিসি ক্রমতালিকায় (ICC Ranking) অপরের দিকে উঠে এসেছেন ভারতের তিন ক্রিকেটার। অন্যদিকে টেস্ট র্যাঙ্কিং-এ পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) পেছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ (Steve Smith)। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও টি২০-তে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩।
ইশান সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচেও ৩৭ রানের দারুণ ইনিংস খেলেন ইশান। ধারাবাহিক ভাবে পারফর্ম করায়,একবারে ১০ ধাপ ওপরে উঠে এসেছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার। ৩৩ থেকে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। ঋশভ পন্তের (Rishabh Pant) অনুপস্থিতিতে আরও বেশকিছু ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁ হাতি এই উইকেটকিপার ব্যাটার।
আরও পড়ুন: IPL-এ অনিশ্চিত ঋষভ, দিল্লির ক্যাপ্টেন কে হতে পারেন? দৌড়ে যাঁরা...
ব্যাটারদের মধ্যে ৫০ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে চলতি টি২০ সিরিজে অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়া। ওপরের দিকে উঠে এসেছেন দীপক হুডাও। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন তিনি। ৪০ ধাপ ওপরে উঠে এসেছেন ভারতের স্পিনার অলরাউন্ডার দীপক হুডা। বাকি ম্যাচেও ভাল পারফর্ম করতে পারলে আরও ওপরের দিকে উঠে আসবেন তিনি।
বাবর আজমকে টপকে গেলেন স্টিভ স্মিথ
এছাড়া টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার (Australia vs South Africa) বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে স্টিভ স্মিথ ৮৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। ফলে এক ধাপ উপরে উঠে এসেছেন তিনি। এখন দুই নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে?
এ ক্ষেত্রে বাবর আজমকে পেছনে ফেলেছেন স্মিথ। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যদিও টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।