ICC T20 WC 2024 India vs Pakistan: দুর্দান্ত কামব্যাক ভারতের, পরপর ২ ম্যাচ হেরে বিদায়ের মুখে পাকিস্তান

একের পর এক উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে রেখেছিল ভারত। বাবর আজম আউট হওয়ার পরেও লড়াইয়ে অনেকটা এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু রান করতে না পারায় আস্কিং রেট বাড়তে শুরু করে সেই চাপেই আউট হতে থাকেন পাক ব্যাটাররা। রিজওয়ান আউট হওয়ার পরে  অবস্থা আরও খারাপ হয়। শেষ অবধি চয় রানে জেতে ভারত।

Advertisement
দুর্দান্ত কামব্যাক ভারতের, পরপর ২ ম্যাচ হেরে বিদায়ের মুখে পাকিস্তানটিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই)

একের পর এক উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে রেখেছিল ভারত। বাবর আজম আউট হওয়ার পরেও লড়াইয়ে অনেকটা এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু রান করতে না পারায় আস্কিং রেট বাড়তে শুরু করে সেই চাপেই আউট হতে থাকেন পাক ব্যাটাররা। রিজওয়ান আউট হওয়ার পরে  অবস্থা আরও খারাপ হয়। শেষ অবধি চয় রানে জেতে ভারত।

এবার উইকেট হার্দিকের

৫ উইকেট হারাল পাকিস্তান। শর্ট বলে মারতে গিয়ে আউট শাদাব। ৮৮ রানে ৫ উইকেট হারাল তারা। 

ভারতকে ম্যাচে ফেরালেন বুমরা

বল করতে এসেই উইকেট তুলে নিলেন বুমরা। ইনস্যুইং-এ বোল্ড হলেন রিজওয়ান। ৮০ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান।  

দুই উইকেট হারাল পাকিস্তান

দারুণ ডিআরএস নিল ভারত। ৫৭ রানে ২ উইকেট হারাল পাকিস্তান। উসমান খান ফিরলেন ব্যর্থ হয়েই।  

আউট হলেন বাবার আজম

দারুণ ক্যাচ সূর্যকুমার যাদবের। আউট হলেন বাবর আজম। এর আগে তাঁর ক্যাচ ফেলেছেন শিবম দুবে। ২৬ রানে ১ উইকেট হারাল পাকিস্তান। 

১১৯ রানে অলআউট ভারত

পাকিস্তানের সামনে ১২০ রানের লক্ষ্য রাখল ভারত। রান আউট হলেন আর্শদীপ। 

দুই বলে দুই উইকেট হারাল ভারত

৯ উইকেট হারাল ভারত। ১১২ রানে ৯ উইকেট খোয়াল টিম ইন্ডিয়া। 

আট উইকেট হারাল ভারত

আউট হার্দিক পান্ডিয়াও। ১২০ পেরতে পারবে ভারত?

দুই বলে ২ উইকেট আমিরের

৯৭ রানে ৭ উইকেট হারাল ভারত। হ্যাটট্রিকের সামনে আমির। 

আউট পন্ত

বড় শট মারতে গিয়ে আউট পন্ত। ৪২ রান করে আউট তিনি। উইকেট নিলেন আমির।   

১০০ রানের মধ্যেই ৫ উইকেট হারাল ভারত

কট অ্যান্ড বোল্ড হলেন শিবম দুবে। ৯৫ রানে ৫ উইকেট খোয়াল ভারত।  

আবার উইকেট হারাল ভারত

৮৯ রানে চার উইকেট খোয়াল টিম ইন্ডিয়া, আউট সূর্যকুমার। ব্যর্থ হলেন স্কাই। 

বোল্ড অক্ষর

এগিয়ে এসে খেলতে গিয়ে নাসিম শাহের বলে বোল্ড হলেন অক্ষর। আবারও উইকেট হারাল ভারত। 

Advertisement

৫০ পেরল টিম ইন্ডিয়া

৬ ওভারে ২ উইকেটে ৫০ পেরল ভারত। ভাল ছন্দে পন্ত ও অক্ষর। 

দুই ওপেনারকেই হারাল ভারত

আউট হলেন রোহিত শর্মাও। ১৩ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। এবার উইকেট শাহিনের। ১৯ রানে ২ উইকেট হারাল ভারত। 

২ ওভারে এল ১৯ রান

বিরাট কোহলির উইকেট হারালেও ওভার থেকে এল ১১ রান।  

আউট বিরাট

দারুণ উইকেট নাসিম শাহের। ১২ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

শুরু হল ম্যাচ

বৃষ্টি শেষে শুরু হল ম্যাচ। প্রথম বলেই দারুণ চার পেল ভারত। দারুণ শট বিরাটের।

বৃষ্টিতে ফের বন্ধ ম্যাচ

এক ওভারের পর ফের বৃষ্টি নিউইয়র্কে। বন্ধ হল ম্যাচ। 

এক ওভারে এল আট রান

শাহিন শাহ আফ্রিদির ওভারে এল আট রান। দারুণ ছক্কা মারলেন রোহিত।  

টসে জিতল পাকিস্তান

টসে জিতে পাকিস্তান ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল। 

বৃষ্টিতে বিঘ্ন

নাসাউ স্টেডিয়ামে বৃষ্টি। খুব জোরে না হলেও বৃষ্টি পড়ায় এখনও টস হয়নি। মাঠ ঢাকা রয়েছে। 

POST A COMMENT
Advertisement