আগামীকাল টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) দ্বিতীয় সেমি ফাইনালে খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে এই ম্যাচ খেলতে নামার আগে, ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর দল সম্পর্কে বড় আপডেট দিয়েছেন। দীনেশ কার্তিক (Dinesh Karthik) নয়, সেমি ফাইনালে উইকেট কিপার হিসেবে দলে থাকতে পারেন ঋষভ পন্ত (Rishabh Pant)।
ফিট রোহিত?
রোহিত শর্মা নেটে অনুশীলন করার সময়, চোট পান। হাতে চোট পেলেও এখন সুস্থ রয়েছেন বলে জানান রোহিত। মনে করা হয়েছিল, ভারতের অধিনায়কের চোট বেশ গুরুতর। তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলা কঠিন হতে পারে, তবে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ''গতকাল আমার চোট লেগেছিল। তবে এখন ভাল আছি। প্রথম দিকে কিছুটা ফোলা ছিল হাতে। তবে এখন ঠিক আছি।''
আরও পড়ুন: 'মুখ তো চটির মতো...' ইনস্টায় ট্রোলারকে ধুয়ে দিলেন বুমরার স্ত্রী
সেমিফাইনালে সুযোগ পাবেন পন্ত?
সুপার-১২-এর শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন পন্ত। তবে, বড় রান করতে পারেননি তিনি। সেমি ফাইনালে যদিও পন্তকেই খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ভারত অধিনায়ক। মনে করা হচ্ছে, শেষ ম্যাচের মতোই দীনেশ কার্তিকের জায়গায় সুযোগ পেতে পারেন পন্ত। রোহিত বলেন, ''এবারের টি২০ বিশ্বকাপে ঋষভ পন্ত খুব বেশি পায়নি। তাই আমরা তাকে সুযোগ দিতে চেয়েছিলাম, যাতে আমাদের হাতেও বিকল্প থাকে। আমরা যদি সেমিফাইনাল বা ফাইনালে কোনো পরিবর্তন করতে চাই, তাহলে সেই সুযোগ আমাদের হাতে থাকছে।''
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে নামার আগে ২ তারকার চোট, দুঃশ্চিন্তায় বাটলাররা
তিনি আরও বলেন, ''হঠাৎ করে কাউকে নামিয়ে দেওয়া ঠিক হবে না। এটা নিয়েও আমাদের একটা চিন্তা ছিল। সেই জন্যই সমস্ত ছেলেদের বলে দিয়েছি, সকলকেই তৈরি থাকতে হবে।''
ফিনিশারের ভূমিকা পালন করতে পারেননি কার্তিক
এবারের টি২০ বিশ্বকাপে সুযোগ পেলেও ফিনিশার হিসেবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্তিক। চার ম্যাচে মাত্র ১৪ রান করেছেন তিনি। তাঁর গড় ৪.৬৬। পন্ত গ্রুপের শেষ ম্যাচে সুযোগ পেলেও মাত্র ৩ রান করেই আউট হন।