Afghanistan vs New Zealand: ৭৫ রানে অল আউট নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে দ্বিতীয় 'অঘটন' আফগানিস্তানের

২০২৪ সালের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) আবারও অঘটন। নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে দিল আফগানিস্তান (Afghanistan)। ৮৪ রানে জয় পেয়েছে রশিদ খানরা (Rashid Khan)। ৫টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে এটি নিউজিল্যান্ডের প্রথম জয়। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড দল। আফগানিস্তান প্রথমে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে। জবাবে নিউজিল্যান্ড দল গুটিয়ে যায় মাত্র ৭৫ রানে।

Advertisement
৭৫ রানে অল আউট নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে দ্বিতীয় 'অঘটন' আফগানিস্তানেরafghanistan vs new zealand

২০২৪ সালের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) আবারও অঘটন। নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে দিল আফগানিস্তান (Afghanistan)। ৮৪ রানে জয় পেয়েছে রশিদ খানরা (Rashid Khan)। ৫টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে এটি নিউজিল্যান্ডের প্রথম জয়। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড দল। আফগানিস্তান প্রথমে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে। জবাবে নিউজিল্যান্ড দল গুটিয়ে যায় মাত্র ৭৫ রানে।

আফগানিস্তান দল দারুণ বোলিং করেন, ফজল হক ফারুকি এবং অধিনায়ক রশিদ খান দুজনেই নেন ৪টি করে উইকেট। এর আগের ম্যাচেও ফাজলহক ফারুকি ৪ উইকেট নিয়েছেন। এই ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ ৫৬ বলে ৮০ রান করে আফগানদের রান ভাল জায়গায় নিয়ে যান। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। পাশাপাশি ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টো ছক্কা ও ৩টি চার। ১০৩ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। জাদরান আউট হওয়ার পর আজমতুল্লাহ উমরজাই করেন ১৩ বলে ২২ রান। কিন্তু এর পর আফগানিস্তান দলের উইকেট পড়তে থাকে। ২০ ওভারে মাত্র ৬ উইকেটে ১৫৯ রান করে। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি ২টি করে উইকেট পান। পাশাপাশি লকি ফাগুসন ১টি উইকেট নেন।

নিউজিল্যান্ডের ইনিংসের হাইলাইটস
নিউজিল্যান্ডের দল ১৬০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আফগানিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। প্রথম বলেই ফজল হক ফারুকির দুর্দান্ত ইনসুইং বলে বোল্ড হন ফিন অ্যালেন। এরপর কিউই দলের ব্যাটাররা নিয়মিত উইকেট হারাতে শুরু করে দেন। ফারুকি টপ অর্ডার ব্যাটারদের উইকেট তুলে নেন আর কিউয়ি মিডল অর্ডারকে ভাঙেন রশিদ খান এবং মহম্মদ নবী। নিউজিল্যান্ড দল পুরো ওভার খেলতে পারেনি এবং মাত্র ১৫.২ ওভারে ৭৫ রানে অল আউট হয়ে যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement