প্রথমে আয়ারল্যান্ড (Ireland), তারপর পাকিস্তান (Pakistan) ও আমেরিকাকে (USA) হারিয়ে সুপার ৮-এ নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল (Team India)। সুপার ৮-এ ভারতের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া (Australia)। তবে শুধু অস্ট্রেলিয়া নয়, আরও দুই দলের বিরুদ্ধে সুপার এইটে মুখোমুখি হবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। গ্রুপ পর্বে প্রথম দুই দল যাবে সুপার এইটে। গ্রুপ-এ তে শীর্ষে রয়েছে ভারতীয় দল। এভাবে গ্রুপ পর্ব শেষ করতে পারলে বড় সুবিধা পাবেন বিরাট কোহলিরা।
সুপার ৮ পর্বে আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। একটি গ্রুপে থাকবে এ এবং সি গ্রুপের এক নম্বর দল। সেই সঙ্গে বি এবং ডি গ্রুপের দ্বিতীয় দল। বি গ্রুপ থেকে ইতিমধ্যেই সুপার ৮ পর্বে জায়গা পাকা অস্ট্রেলিয়ার। ক্রমতালিকা অনুযায়ী তারা ওই গ্রুপের দ্বিতীয় দল। ফলে গ্রুপ শীর্ষে শেষ করলেও ভারতের গ্রুপে থাকবে অস্ট্রেলিয়া। এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলবে ২৪ জুন। তবে তার আগে ২০ ও ২২ জুন দুটি ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে।
ফলে ভারতের সামনে সুযোগ থাকবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালের বদলা নেওয়ার। সেবার ভারতীয় দল সমস্ত ম্যাচ জিতলেও ফাইনালে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়। ৫০ ওভারের থেকে টি২০ ক্রিকেট অনেকটা আলাদা হলেও, ভারতীয় দল ২৪ জুনের ম্যাচ জিততে পারলে কিছুটা হলেও সেই ক্ষতে প্রলেপ পড়বে তা বলাই যায়। আর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল যদি বিশ্বকাপ জিততে পারে তা হলে তো কথাই নেই।
সুপার এইটে ইতিমধ্যেই ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ও আমেরিকাও জায়গা করে নিতে পারে সুপার এইটে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দল। তবে ইতিমধ্যেই ওমান ও নামিবিয়া বিশ্বকাত থেকে বিদায় নিয়েছে।